Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

LIC-র এই প্রিমিয়াম স্কীমে আজই বিনিয়োগ করুক! এক প্রিমিয়ামেই মাসে মিলবে ১২ হাজার টাকা

ভারতীয় জীবন বীমা কোম্পানি বা LIC সারা ভারতে খুব বিখ্যাত গ্রাহকদের সমস্ত রকমের বীমার জন্য যার মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য LIC Sarala Pension Plan। এই বিমায় গ্রাহক মাত্র একবার মাত্র প্রিমিয়াম দান করলেও 12000 টাকা পাবেন। এই স্কিমটি খুব উপকারী অবসর প্রাপ্ত মানুষ এবং বয়স্কদের জন্য। বয়স্ক বা সিনিয়র সিটিজেন দের মধ্যে এই প্রকল্পটি সেজন্যই এতো জনপ্রিয় বলে মত বিশেষজ্ঞ দের।

প্রসঙ্গত, দু ধরণের পেনশন স্কিম হয় LIC’র। প্রথমত, ১০০% লাইফ বার্ষিক রিটার্ন পাওয়া যায় যেটি ক্রয় করলে।
দ্বিতীয়ত, জয়েন্ট লাইফে এই পেনশন পরিকল্পনাটি। একজন ব্যক্তির নামে স্কিম রেজিস্টার করা থাকবে সিঙ্গল লাইফ স্কিমগুলির ক্ষেত্রে। যতদিন তিনি বাঁচবেন, ততদিন পেনশন পাবেন যদি তিনি পেনশনভোগী হলে। প্রাথমিক পেনশনটুকু পাবেন তিনি মারা গেলে তার নমিনি করে যাওয়া ব্যক্তি। অন্যদিকে, স্বামী-স্ত্রী দুজনেই পেনশনের অর্থ পাবেন জয়েন্ট স্কিম হলে। তাঁদের নমিনি এই পেনশন পরিকল্পনার প্রাথমিক টাকা টুকু পাবেন তাঁরা দুজনেই মারা গেলে।

তবে এই পেনশন পরিকল্পনার গুরুত্ব টা কি জেনে নেওয়া যাক? বিশেষজ্ঞদের মতে, পলিসি নেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে পেনশন এর সুবিধা এই পেনশন পরিকল্পনার ক্ষেত্রে। এছাড়াও আরও বিশেষ কিছু সুবিধা থাকছে।

সেগুলো নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হলো:-

  • এই পেনশন গ্রাহক নিতে পারবেন প্রতি মাসে, তিন মাসে অথবা ছয় মাস অন্তর।
  • দুভাবেই পেনশন গ্রহণ করতে পারবেন গ্রাহক অনলাইন এবং অফলাইন।
  • এই স্কিমের অধীনে প্রতি মাসে 12000 টাকা ন্যূনতম পেনশনের পরিমাণ ।
  • কোনও ঊর্ধ্বসীমা নেই এই পেনশন পরিকল্পনার বীমায় বিনিয়োগের।
  • এই পেনশন পরিকল্পনা 40-80 বছরের জন্য।
  • গ্রাহক পলিসি নেওয়ার ছয় মাসের মধ্যে, ঋণ নিতে পারবেন তার বিনিয়োগের উপর ।

Related posts

বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মন্দিরে বিয়ে! এরপর হঠাৎই ভয়ঙ্কর পদক্ষেপ!

News Desk

সাধের পোষা কুকুরের নাম রাখলেন শাশুড়ির নামে, এরপরে কি হলো? জানলে অবাক হবেন

News Desk

রাতে নাতনি কে প্রেমিকের সঙ্গে চরম আপত্তিকর অবস্থায় খুজেঁ পেল ঠাকুমা! ফল হল ভয়ঙ্কর

News Desk