Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এমন এক গ্রাম যেখানে ঘরে ঘরে জন্মায় যমজ সন্তান। কি কারন?

ঈশ্বরের আপন যমজ গ্রাম কোদিনহিতে আপনাকে স্বাগত জানাই।
ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলায় এক ছোট গ্রাম কোদিনহিতে ঢোকার সময় এমনই লেখা একটি সাইনবোর্ডে চোখে পড়বে আপনার।
 কোদিনহিতে যেন এক অদ্ভুত গ্রাম। এই গ্রামের অধিকাংশ বাড়িতে বাচ্চার জন্ম হয় জোড়ায় জোড়ায়। যমজ বাচ্চার জন্মের সংখ্যায় এমন রেকর্ড গড়েছে যে এই গ্রাম লাভ করেছে আন্তর্জাতিক খ্যাতি। কিন্তু কেন ঘটে এমন ঘটনা।  একটি দুটি নয় , এই গ্রামের যমজ বাচ্চার সংখ্যা প্রায় ৪০০ জনে দাঁড়িয়েছে। এক জায়গায় এত সংখ্যক যমজ হওয়ায় ওই গ্রাম ঘিরে সাধারণ মানুষের অসীম কৌতুহল। 
ভারতে সাধারণভাবে যমজ সন্তান জন্মানোর গড় হার প্রতি এক হাজার বাচ্চায় মোটামুটি ৪ জন, বাকি পৃথিবীতে যমজ সন্তান জন্মানোর গড় হার প্রতি হাজারে ৬ জন। কিন্তু আলাদা এই কোদিনহিতে এই যমজ সন্তান জন্মানোর হার প্রতি হাজারে প্রায় ৪৫ জন। যা বাকি পৃথিবীর থেকে আট গুণের কাছাকাছি বেশি।
তবে এই গড় হার বৃদ্ধি পাওয়ার ঘটনা ৬০-৭০ বছর আগের। এর আগে এই গ্রামে যমজ সন্তান জন্মের হার স্বাভাবিকই ছিল। জানা যায় বর্তমানে এই গ্রামে যমজ সন্তান জন্মের হার আগের থেকেও বেশি বেড়ে গেছে। ২০০৮ সালের এক সার্ভে অনুযায়ী, কোদিনহি গ্রামে ২৬৪ জোড়া যমজ ভাই-বোন ছিল। কিন্তু ইদানিং তা বাড়তে বাড়তে ৪৫০ জোড়ায় ঠেকেছে। 
এই গ্রামে এক সাথে এতজন যমজের কারণে অনেকসময়ই চিনতে অসুবিধে হয়। গ্রামের মানুষ একটি মানুষ কে ডাকতে গিয়ে ডেকে ফেলেন অন্য কাউকে। এমনকী নিজের আত্মীয়রাও বহু সময় ভুল করে ফেলেন। শুধু দেখা নয়, মিল রয়েছে অনেক কিছুতেই। পোশাক পরিচ্ছদ থেকে খাওয়া দাওয়া। মিল অনেক কিছুতেই। 
২০০৮ সালে কোদিনহি গ্রামে অন্তত ১৫ জোড়া যমজের জন্ম হয়। তারপরই ভেবে বসেন বিজ্ঞানীরা। কী কারণে এই জায়গায় এত যমজ সন্তান জন্ম নেয়, গবেষণা চলছে তা নিয়ে। পরীক্ষা করে দেখা হচ্ছে গ্রামের মাটি, জল, হাওয়া।

Related posts

ভাইরাল: আংটি বদলের সময় হবু বরকে সজোরে চড় কষালো তার বাবা! কি এমন করেছে সে

News Desk

পরিপূর্ন যৌন তৃপ্তি পেতে নিষ্ক্রিয় না থেকে মহিলারা কিভাবে সাহায্য করবেন স্বামীকে

News Desk

গর্ভবতী হতে চেয়ে আদালতের দ্বারস্থ জেলবন্দীর স্ত্রী! অভিনব রায় দিল যোধপুর হাই কোর্ট

News Desk