দেশে আবারও ২৪ ঘন্টায় বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে কমেছে সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। আইসিএমআর (ICMR) সতর্ক করেছে করোনার তৃতীয় ঢেউ নিয়ে। আসন্ন তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় দিন গুনছে গোটা ভারত। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই ভয় ধরাচ্ছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্ট। ডেল্টা ভ্যারিয়্যান্টের কারণেই আরও সংক্রামক রূপ নিচ্ছে করোনাভাইরাস।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের প্রকাশিত পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬০ জনের। শুক্রবারের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৪২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই যাবৎ দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৯১ জন মানুষের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯ জন। শুক্রবারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৯৪৯ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে আক্রান্ত হয়েছিল ৪১ হাজার ৮০৬। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৭৯২ জন। এখনও অবধি দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৯০৮ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত শনিবারের রিপোর্ট অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থতা লাভ করেছেন ৪৩ হাজার ৯১৬ জন। শুক্রবারের হেলথ বুলেটিন অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪০ হাজার ২৬ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে এই সংখ্যাটি ছিল ৩৯ হাজার ১৩০। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যাটি ছিল ৪১ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ২ লক্ষ ২৭ হাজার ৭৯২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ২৫। দেশে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৯.৯৬ কোটি মানুষ।