Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্ত্রী ‘খুনে’র দায়ে জেলে স্বামী! এদিকে অন্য রাজ্যে প্রেমিকের সঙ্গে লিভ ইন ‘খুন হওয়া’ মহিলার

স্ত্রীকে খুন করার অপরাধে জেল খাটছে স্বামী। আর খুন হয়ে মৃত্যু হওয়া স্ত্রী নিজের প্রেমিককে নিয়ে দিব্যি ভিনরাজ্যে বসবাস করছেন। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বিহারে। সূত্রের খবর , বিহারের মোতিহারি জেলায় নিজের স্ত্রীকে খুনের কারণে জেল খাটছেন স্বামী। সূত্র থেকে পাওয়া খবর,ওই ‘মৃত’ মহিলার নাম শান্তি দেবী। লক্ষীপুরের দীনেশ রামের সঙ্গে ২০১৬ সালের ১৪ জুন বিয়ে হয় শান্তির। তবে এই বছর উনিশে এপ্রিল মহিলা বাড়ি থেকে পালান। পাঞ্জাবের জলন্ধরে নিজের প্রেমিককে নিয়ে বসবাস করতে শুরু করেন তারপর।

অন্যদিকে শান্তিদেবী পালিয়ে গেলে তার পরিবারের সদস্যরা দীনেশের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন। স্ত্রীকে খুন করার অভিযোগের তীর দীনেশের দিকেই ওঠে। পুলিশও এই অভিযোগের ভিত্তিতে দীনেশ কে গ্রেফতার করে । এদিকে গত বছর প্রাণ সৃষ্টি করার অভিযোগ তুলেছে দীনেশের শ্বশুরমশাই। দীনেশ নাকি শান্তির কাছে ৫০ হাজার টাকা এবং একটি বাইক চেয়েছে বলে অভিযোগ। তা না দেওয়া হল শারীরিক অত্যাচার করার হুমকিও নাকি দীনেশ দিতেন। শান্তির বাবার অভিযোগ পেয়ে পুলিশ দীনেশ কে গ্রেফতার করে ।

তবে স্টেশন হাউজ অফিসারের এই ঘটনার তদন্তে নেমে খটকা লাগে। তিনি টেকনিকাল টিমকে এরপরই শান্তির ফোন ট্রেস করতে বলেন। ‘মৃত’ মহিলা যে আসলে পঞ্জাবের জলন্ধর জেলায় তাঁর প্রেমিকের সাথে থাকছেন টেকনিকাল টিমের নজরদারির সাহায্যে জানতে পারে। একটি বিহার পুলিশের তরফে দল গঠন করা হয় বিষয়টি প্রকাশ্যে আসার পর এবং জলন্ধর থেকে মহিলাকে মোতিহারিতে ফিরিয়ে আনা হয়।

Related posts

ভালোবাসার জন্য দেশ ছেড়েছেন মরক্কোর মেয়ে, ভিন্নধর্মে বিয়ে নিয়ে পাত্রের মত ‘আমি ধর্ম বদলাবো না’!

News Desk

প্রয়োজনীয় ওষুধের পরিবর্তে ইঞ্জেকশনের ভায়ালে কি মিশিয়েছিলেন নার্স? ঘটনায় চাঞ্চল্য

News Desk

বাজারে ৫০০ টাকার জাল নোটে ছড়াছড়ি, চেনার ৭টি উপায় জানালো RBI

News Desk