Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

অভিনব! স্বামীকে ‘ভাগাভাগি’ করে নিলেন দুই সতীন! কার ভাগে কতোটা পড়ল, জানুন পুরো বিষয়টা

বিহারের ভবানীপুর থেকে দুই স্ত্রীর মধ্যে স্বামীকে ভাগাভাগি করার একটি অদ্ভুত এবং অভিনব ঘটনা সামনে এসেছে। আক্ষরিক অর্থেই বলা যায় এখানে স্বামীকে দুই স্ত্রীর মধ্যে দুই ভাগ করা হয়েছে। শুনে অবাক হচ্ছেন? জেনে নিন পুরো বিষয়টা কি!

ঘটনাটি বিহারের পূর্ণিয়া জেলার ভবানীপুর থানা এলাকার গোরিয়া বস্তির, যেখানে ছয় সন্তানের বাবার আবার বিয়ে করার সিদ্ধান্ত তাঁকে যথেষ্ট বিপাকে ফেলেছে। ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী তার স্বামীর থেকে মারধর খাওয়ার আর গালিগালাজ করার অভিযোগ নিয়ে পরে পুলিশ পারিবারিক পরামর্শ কেন্দ্রে পৌঁছয়। সেখানে পৌঁছে সে অভিযোগ জানায় যে তার স্বামী যে আগের বিয়ে থেকে ছয় সন্তানের বাবা সেই তথ্য গোপন করেই তাঁকে বিয়ে করেছে।

এইদিকে এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে স্বামী বলেন, দ্বিতীয় স্ত্রী এখন প্রথম স্ত্রীর সন্তানদের সহ্য করতে পারে না। তাদের উপর মারধর করে এবং এ কারণে তাকে তার দ্বিতীয় স্ত্রীর উপর মাঝেমধ্যেই কঠোর হতে হয়। দু’পক্ষের এই অভিযোগ শুনে পুলিশ ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে অবশেষে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। দুই পক্ষকে দিয়েই একটি মুচেলেকা সই করিয়ে নেয় তারা। এই বন্ড অনুযায়ী স্বামী উভয় স্ত্রীকে আলাদা আলাদা ঘরে রাখবে এবং তাদের দেখভাল করবে। দুই স্ত্রী ও স্বামী উভয়েই এই চুক্তিতে রাজি হয়ে গেলে বিষয়টি মিমাংসা হয়ে যায়। স্বামী মাসের প্রথম ১৫ দিন প্রথম স্ত্রীর সঙ্গে এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে শেষ ১৫ দিন থাকবেন।

স্বামীও এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। এই কথা জেনে সবাই অবাক হয়ে গেলেন, কেউ কেউ এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান বাড়ি, জমি, সম্পত্তি ইত্যাদির ভাগ হয় শুনেছি কিন্তু স্বামীর বিভাজন এই প্রথম শুনছি। পুলিশ ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের চুক্তিতে উভয় পক্ষের সম্মতি হয়। শুক্রবার পুলিশ সুপারের অধীনে পরিচালিত পুলিশ ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে মোট ৩২টি মামলার শুনানি হয়। যার মধ্যে৬ টি মামলায় স্বামী-স্ত্রীকে বোঝানোর পর তার আবারও একসাথে থাকতে রাজি করানো হয়। একই সঙ্গে দুই মামলায় সর্বাত্মক চেষ্টা করেও স্বামী-স্ত্রী একসঙ্গে থাকতে রাজি হননি। এরপর তাদের থানায় ও আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। মামলাটি সম্পাদনে কেন্দ্রের সমন্বয়ক, মহিলা থানার সভাপতি কিরণ বালা, সদস্য দিলীপ কুমার দীপক, স্বাতী বৈশ যন্ত্রী, ববিতা চৌধুরী, জিনাত রেহমান, রবীন্দ্র শাহ, প্রমোদ জয়সওয়াল এবং অফিস সহকারী নারায়ণ গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Related posts

বিরিয়ানির সাথে সোনার গয়না খেয়ে ফেললো যুবক! অভিনব কৌশলে তা বার করলো পুলিশ

News Desk

করোনা টিকা নিলেই মিলবে টিকিট মূল্যে বিশেষ অফার ! ঘোষণা ইন্ডিগোর

News Desk

বারবার খাবার কিনতে টাকা চাইছিল শিশু, বিরক্ত হয়ে কনস্টেবলকে ঘটালেন ভয়ঙ্কর কান্ড

News Desk