Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

হাওড়া শাখায় পূর্ব রেল চালু করতে চলেছে ‘ক্লোন ট্রেন’! কি এই ক্লোন ট্রেন? জানেন?

আগামী তে হাওড়া শাখায় চালু হতে ক্লোন ট্রেন পরিষেবা। যদিও এই প্রথম নয় , সারা দেশেই বহু জায়গাতেই এই ক্লোন ট্রেন চলে। এবারে করোনা অতিমারিকালে বাড়তি যাত্রী চাহিদার কথা মাথায় রেখে হাওড়া শাখায় এই ধরনের ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিচ্ছে পূর্ব রেল।

করোনা পরিস্থিতির সময়ে একাধিক রেল রুটে দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। সেই কারণেই দেশের বাকি শাখার মতো পূর্ব রেলেও এবারে হাওড়া শাখায় ক্লোন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আপাতত যে যে রুটে যাত্রী চাহিদা তুঙ্গে, সেই সব রুটগুলিতেই এই ক্লোন ট্রেন চালানোর পরিকল্পনা করছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

কিন্তু কি এই ক্লোন ট্রেন?

ক্লোন ট্রেন আসলে কোনো বর্তমান ট্রেনের হুবহু নকল একটি রূপ।সাধারণভাবে ক্লোন শব্দটির আক্ষরিক অর্থ কোনও বস্তুর হুবহু নকল। আসল বস্তুর সঙ্গে ক্লোনের কোনও ফারাক না হলেও সেটি আসল বস্তুর থেকে আলাদা হয়। কিন্তু তাদের বাহ্যিক রূপ সম্পূর্ন মিল থাকে। সেই একই ভাবে ক্লোন ট্রেন হল একটি চলতি ট্রেনের হুবহু নকল অপর একটি ট্রেন। ক্লোন ট্রেনটির ট্রেন নম্বর, যাত্রাপথের রুট থেকে শুরু করে সময় শিডিউল সব এক থাকবে। তবে এই ট্রেনটি আসল ট্রেন নয়। কোনো চালু ট্রেনের হুবহু নকল।

করোনা মহামারীর সময়ে নানান রুটে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় ক্লোন ট্রেন চালিয়ে সেই যাত্রীর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেছে রেল কর্তৃপক্ষ। এবার হাওড়া শাখাতেও একই ধরনের ক্লোন ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল।

Related posts

বাংলায় বাড়ছে ওমিক্রনের দাপট! বিদেশ যাত্রার কোনো ইতিহাস ছাড়াই হচ্ছে সংক্রমণ

News Desk

২৫ বছরের মেয়ের ৭০ বছরের বর! সকলের সামনেই এমন কাণ্ড করলেন কনে হতবাক নেটিজেনরা

News Desk

প্রেম করে বিয়ে! কিন্তু গায়ের রং কালো হওয়ায় মিলত শুধুই গঞ্জনা! বর্ধমানে গৃহবধূর মর্মান্তিক পরিণতি

News Desk