Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

শুধু খেতেই ভালো তা নয়, ত্বকের জেল্লা ফিরতেও ম্যাজিকের মতন কাজ করে চকোলেট, কিভাবে জেনে নিন

এখন অলীক স্বপ্ন অতিমারীর তাণ্ডবে বন্ধুদের সঙ্গে হ্যাংআউট কিংবা ঘুরতে যাওয়া! দু’বার ভাবতে হয় ডেটিং কিংবা কোনও অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগেও । কিন্তু তাই বলে কী যত্ন নেওয়া ছেড়ে দেবেন ত্বকের ? তা তো নয়। পার্লারে না গিয়েও একনিমেষেই মুখের কালো দাগ কিংবা হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবেন । আপনার হাতের সামনেই ত্বকের জেল্লা ফেরানোর উপকরণটি রয়েছে। শুধু ফেসপ্যাক বানিয়ে ফেলতে হবে সেটি, টপ করে মুখে না পুরে । সেই অমূল্য উপকরণটি হল চকোলেট (Chocolate)।

চকোলেটের নাম শুনলেই যেমন জিভে জল আসে , তেমনি এটি রুপচর্চার ক্ষেত্রেও খুবই উপকারী। এর মধ্যে রয়েছে ফাইটোকেমিক্যালের মতো পলিফেনল, অ্যান্টি অক্সিডেন্ট যার মধ্যে রয়েছে । যা কোমলভাব সুরক্ষিত রাখে ত্বকের । শুধু তাই নয়, চকোলেটে থাকা বিভিন্ন উপাদান ত্বককে উজ্জ্বল করে তোলে সহজেই। মুক্তি দেয় বলিরেখা থেকেও । তাই খাওয়ার পাশাপাশি আজকাল চকোলেটের ব্যবহার বেড়েছে রুপচর্চার ক্ষেত্রেও।

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, কীভাবে এই অতি লোভনীয় ডেসার্টটিকে রূপচর্চার কাজে লাগাবেন ? খুব সহজ। বাড়িতে বসেই চকো-প্যাক বানিয়ে ফেলুন । চকোলেট ফেসপ্যাক পাওয়া যায় বাজারে নানরকম ঠিকই। তবে নিঃসন্দেহে বেশি উপকারী বাড়ির তৈরি প্যাক ব্যবহার । রূপচর্চায় তিনটি পদ্ধতি রয়েছে চকোলেট ব্যবহারের ।

দুধ ও ডার্ক কোকোর সঙ্গে যে কোনও ক্লিনজার ভাল করে মেশালেই চকোলেট ক্লিনজার তৈরি হবে । যে কোনও ত্বকের জন্য খুবই উপকারী ক্লিনজার (cleanser) ব্যবহার করা । ত্বকের ভিতরের ময়লা পরিষ্কার হয়ে যায় ক্লিনজার ব্যবহারে। ফলে ত্বক মোলায়েম, সতেজ হয়ে ওঠে ।
স্ট্রবেরি গুঁড়োর সঙ্গে চকো বিনস পাউডার মিশিয়ে স্ক্রাব তৈরি হবে । অর্থাৎ উপকার পাবেন স্ক্রাব হিসেবে চকোলেট ব্যবহার করলেও ।
আবার ভাল প্যাক তৈরি হয় যদি আপনি মুলতানি মাটির সঙ্গে চকোলেট পাউডার মেশাতে পারেন। খরচও খুব একটা বেশি কিন্তু নয়।

কোকো-সমৃদ্ধ ফেসপ্যাকের সাহায্যে আপনার ত্বকের বলিরেখা দূর হয় সেলুলার মেটাবলিক প্রক্রিয়ায় (cellular metabolic process) । একইসঙ্গে এটি ত্বকের মধ্যে কালো ছোপ তুলতে সাহায্য করে। ব্যাকটেরিয়াকে বিনাশ করে হারানো জেল্লা ফিরে আসে ।

Related posts

সেক্স লাইফ দুর্দান্ত করতে রান্নাঘরের থাকা এই সাধারণ মশলাটি কাজ করবে ম্যাজিকের মত, বলছে গবেষণা

News Desk

ইন্টারনেটে যৌনতা নিয়ে কোন অদ্ভুত ৯ প্রশ্ন যা সব থেকে বেশি সার্চ

News Desk

কোভিড মোকাবিলায় ডায়েটে রাখুন আয়রন সমৃদ্ধ এই খাবারগুলি।

News Desk