Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

১লা সেপ্টেম্বর থেকে প্রতি মাসে মহিলারা পাবেন ৫০০-১০০০ টাকা। সুবিধা পেতে কিভাবে নাম লেখাবেন?

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প, বাংলার সমস্ত মহিলা, গৃহবধূদের আর্থিক ভাবে স্বনির্ভরতার লক্ষে গড়ে তুলতে। এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের ভোটের আগেই নির্বাচনী প্রচারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার ক্ষমতায় এসে ঘোষনা করলেন রাজ্যের মহিলা এবং গৃহবধূদের আর্থিক ভাবে সহায়তা করার উদ্দেশ্যে চালু হচ্ছে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চলতি বছরের ১লা সেপ্টেম্বর থেকে। জেনে নিন কিভাবে নাম নথিভুক্ত করবেন এই প্রকল্পের লাভ নিতে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী এক ঘোষনাতে জানিয়েছেন ‘দুয়ারে সরকার’ আগামী ১৬ অগস্ট, ২০২১ থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত চলবে, সেই সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তার নাম নথিভুক্ত করে দেওয়া হবে, সেই উক্ত মহিলা তার দরখাস্ত নিয়ে গেলে। পাশাপাশি খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী বাকি সব রাজ্য সরকারী প্রকল্পের জন্যই নথিভুক্ত করা হবে নাম এই ‘দুয়ারে সরকার’ শিবিরে। শুধুমাত্র যারা স্থায়ী চাকরি করেন এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তারা ছাড়া বাকি সকলেই। যে কেউ আবেদন করতে পারবেন ২৫ বছর বয়স থেকে ৬০ বছর বয়সী পর্যন্ত। কিন্তু যখন‌ই আবেদন করুক না কেন, ১ লা সেপ্টেম্বর থেকেই প্রকল্প চালু হয়ে টাকা পাবেন।

এই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মাধ্যমে বাংলার সমস্ত মহিলাকে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আর মাসে ১০০০ টাকার আর্থিক সহায়তা হবে এই প্রকল্পের আওতায় আসা রাজ্যের তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলাদের কে। জানা যাচ্ছে, সরকারের কাছে প্রতি এলাকার নামের তালিকা পৌঁছলেই তা খতিয়ে দেখে জোরকদমে শুরু করা হবে প্রকল্প রূপায়নের কাজ। সূত্র অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১ সেপ্টেম্বর। জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি সরকারি মাসিক আর্থিক সহায়তা পেতে চলেছেন রাজ্যের প্রায় ১ কোটি ৬৯ লক্ষেরও বেশি সংখ্যক মহিলা।

Related posts

দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন! ২০০ পার করল আক্রান্তের সংখ্যা! রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

News Desk

দোকানে কেন নেই! রাগের মাথায় দোকানদার যা ঘটিয়ে বসলো যেতে হলো জেলে

News Desk

রাখি বন্ধন হিন্দু উৎসব! কিন্তু জানেন সম্রাট হুমায়ূন ও আলেকজান্ডারও রাখি বেধেছিলেন

News Desk