Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কবে , কোথায় , কি কারণে ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড (Aadhaar), জেনে নিন আজই

ভারতবর্ষে বর্তমানে যে ডকুমেন্টটি সব থেকে জরুরী সেটি হল আপনার আধার কার্ড। যে কাজই করতে যান না কেন বেশিরভাগ জায়গাতেই আধার একটি অত্যাবশ্যকীয় নথিতে পরিনত হয়ে দাঁড়িয়েছে। সরকারি নানান পরিষেবা পেতে কাজে লাগে আধার কার্ড।

কবে , কোথায় , কি কারণে ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড (Aadhaar), জেনে নিন আজই

আধার কার্ড এতটাই গুরুত্বপূর্ণ একটি পরিচয় পত্র যে সরকারি ভর্তুকি থেকে পরিচয়পত্র সংক্রান্ত কাগজপত্র, জমিজমার নথি অথবা প্রভিডেন্ট ফান্ড বা প্যান কার্ড সবেতেই আধার লিংক রাখা প্রয়োজনীয়। কিন্তু কোথায় কখন আপনি নিজের আধার কার্ড ব্যাবহার করছেন তার খেয়াল রাখছেন কি?

আপনার আধার কার্ড কোথায়, কখন, কি কারণে ব্যাবহার হয়েছে, তার ট্রাক রেখেছেন? যদি না রেখে থাকেন তাহলে আপনার আধার নম্বরের সুরক্ষার জন্যে আজই জেনে নিন কিভাবে আধার (Aadhar) -এর সরকারি ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন নিজের আধার কার্ড ব্যাবহারের ইতিহাস।

আজই জেনে নিন এই সহজ পদ্ধতি আর নিজের আধার কার্ড কে সুরক্ষিত করুন:

নিজের আধার কার্ড কোথায়, কখন, কি কারণে ব্যাবহার হয়েছে তা জানতে আপনাকে Aadhar-এর সরকারি ওয়েবসাইটেই যেতে হবে।

প্রথমে নিজের মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে খুলুন uidai.gov.in- এই ওয়েবসাইটটি।

এই ওয়েবসাইটে মাই আধার (My Aadhar) এই অপশনটিতে ক্লিক করলে একটি নতুন ওয়েবপেজ খুলে যাবে।

এই ওয়েবপেজের তিন নম্বর কলামে রয়েছে আধার সার্ভিসেস (Aadhar Services)। আধার সার্ভিসেস কলামের আট নম্বর লিস্টটি হল আধার অথেন্টিকেশন হিস্ট্রি (Aadhar Authentication History)।

ক্লিক করলে একটি ওয়েবপেজ খুলে যাবে। সেখানে নির্দিষ্ট জায়গায় দিতে হবে আপনার ১২ সংখ্যার আধার নম্বর। পাশাপাশি একটি সিকিউরিটি কোড দিতে হবে নির্দিষ্ট জায়গায়।

আপনার আধারের সাথে লিংকড মোবাইলে আসবে ঢুকবে একটি ওটিপি (OTP)। ওটিপি টি আসবে আপনার রেজিস্টার্ড মোবাইলে।

এবার আপনি যেদিন থেকে আধার কার্ড ব্যবহারের ইতিহাস জানতে চান সেই অনুযায়ী দিন ও সালটি নির্দিষ্ট করুন। আপনি আপনার আধার হিস্ট্রির সর্বাধিক ৫০টি আপডেট দেখে নিতে পারবেন। আধার কার্ড কোন কোন পরিষেবা ক্ষেত্রে ব্যাবহার হয়েছে, কবে ব্যাবহার হয়েছে সেই বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্য স্ক্রিনে দেখতে পারবেন। দরকার মতন ডাউনলোডও করে নিতে পারবেন।

Related posts

কে এই অর্পিতা মুখার্জি? যার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কোটি টাকা উদ্ধার করলো ইডি

News Desk

বিদেশ যাত্রার কোনো ইতিহাস নেই, তা সত্ত্বেও ওমিক্রন-এ আক্রান্ত বেঙ্গালুরুর ডাক্তার! কিভাবে?

News Desk

বিখ্যাত রিসোর্টে অশ্লীল ভিডিও তৈরি করে আপলোড, ভাইরাল হতেই বিপাকে দম্পতি

News Desk