Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

টিকটিকির সমস্যায় নাজেহাল! এই সহজ উপায়ে টিকটিকির উপদ্রব থেকে মিলবে মুক্তি !

ঘরে বেড়েছে কি টিকটিকির উপদ্রব। আপনি অস্বস্তিতে আছেন কী বিষয়টি নিয়ে। অনেকেই এর হাত থেকে রেহাই পেতে রাসায়নিক যুক্ত স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু বাড়িতে তাতে টিকটিকির উপদ্রপ বন্ধ হয় না। নানা বিষক্রিয়া ছড়ায় টিকটিকির ত্বক ও বর্জ্য থেকে। ত্বকে নানা সংক্রমণের সম্ভাবনা ও রয়ে যায় গায়ের উপর পড়লে। চিন্তার কিছু নেই টিকটিকি ঘরোয়া উপায়ে তাড়াতে পারেন। এর থেকে মুক্তি সহজ কিছু পদ্ধতি অবলম্বন করেই পাওয়া সম্ভব।

How to get rid off lizard in house

১. সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘর বাড়ি পরিষ্কার রাখা টিকটিকি তাড়ানোর জন্য৷ নিয়মিত ঘর মুছুন অ্যান্টি ব্যাক্টেরিয়াল সলিউশন দিয়ে৷ পরিষ্কার রাখুন জানলা এবং দেওয়াল৷ টিকটিকি আর অন্য পোকামাকড়কে আকর্ষিত করে ঘরে উজ্জ্বল আলো তাই প্রয়োজন না থাকলে আলো নিভিয়ে দিন।

২. কয়েক কোয়া রসুন রেখে দিন জানালার কোনায় কোনায় বা ঘরের ভেন্টিলেটরে। রসুনের গন্ধে ধারে কাছেও ঘেঁষবে না টিকটিকি।

৩. টিকটিকি তাড়ান কফি (Coffee) দিয়ে৷ এর জন্য কফি আর তামাক (Tobaco) গুঁড়ো লাগবে৷ এই দুটো জিনিস ছোট বলের আকারে গড়ে নিন অল্প জলে মিশিয়ে৷ টুথপিক এর উপরে সেই বল গুলো গেঁথে দিন। এই বলগুলি ছড়িয়ে দিন যেখানে যেখানে বাড়ির টিকটিকি থাকার সম্ভাবনা সেখানে।

৪. কয়েকটি ময়ূরের পালক (Peacock Feather) রেখে দিন ঘরের ফুলদানিতে। দেখবেন আর টিকটিকি আসবে না আপনার ঘরে। টিকটিকি ভয়ে পালায় ময়ূরের পালক দেখলে। তবে ভুলবেন না জায়গা বদল করতে।

৫. তেজপাতা পোড়ানো ৷ যদি বাড়ির বিভিন্ন কোণায় একটা তেজপাতা পুড়িয়ে সেই গন্ধ ছড়িয়ে দিতে পারেন ৷ তাহলেই কেল্লাফতে ! টিকটিকি নিমেষে পালাবে ৷ কয়েকদিন তেজপাতা পোড়ালেই তা কাজে দেবে ৷ আর টিকটিকি আসবে না৷

৬. ঘরের যেখানে টিকটিকি(Lizard) থাকে, সেখানে নেপথালিন(Naphthalene) বল রেখে দিন। ন্যাপথলিন এর উগ্র গন্ধ টিকটিকি সহ্য করতে পারেনা। এটি টিকটিকি থেকে দূরে রাখবে আপনার ঘরকে। শুধু টিকটিকি নয়, এটি রক্ষা করবে আরও নানা পোকা থেকে।

Related posts

‘পারিবারিক শুদ্ধ রক্তই যেন ধমনীতে বয়’.. তুতো ভাই-বোনদের যৌনতায় বাধ্য করতো পরিবার

News Desk

১৫ বছর ধরে পুলিশ সেজে ঘুরতেন! একদিন ১ মিনিটের ভুল ফাঁস করে দিল জারিজুরি

News Desk

পুজোয় LPG গ্যাস নিয়ে সুখবর, মাত্র ৬৩৩.৫০ টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার! কীভাবে?

News Desk