Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

IRCTC এজেন্ট হয়ে মিলবে ১ লাখ টাকার কাছাকাছি উপার্জনের সুযোগ, জেনে নিন কিভাবে সম্ভব

কর্মী নিয়োগ করোনা কালে বহু জায়গাতেই বন্ধ, এই অবস্থায় রোজগারের পথ নিয়ে এল আইআরসিটিসি (IRCTC) দেশের মানুষদের জন্য। প্রতি মাসে না হলেও ৮০ হাজার টাকা আয়ের সুযোগ এজেন্ট হিসেবে কাজ করে এই নিয়োগ নিয়ে আসছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation) বা IRCTC।

তাই আপনিও যদি এই মুহূর্তে কাজ খুঁজছেন বা কিছু অতিরিক্ত আয় করার সুযোগ খুঁজছেন, তাহলে বুকিং এজেন্ট হিসেবে কাজ শুরু করতে পারেন আইআরসিটিসি (IRCTC) এর অধীনে। মাসিক আয়ের সুযোগ ৮০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কেবলমাত্র কয়েকটি বিশেষ পদ্ধতি ও তথ্য জানতে হবে। তাহলেই মাসের শেষে আপনার হাতে উঠে আসবে অতিরিক্ত ইনকাম।

বর্তমানে ভারতীয় রেলের যে সমস্ত টিকিট কাটা হয় অনলাইনের মাধ্যমে তার অধিকাংশটাই হয়ে থাকে। কোভিড পরবর্তী সময়ে তো স্টেশনে গিয়ে কাউন্টার থেকে টিকিট কাটার ফুরসত উঠে যেতে বসেছে কার্যত। একটি সমীক্ষায় জানা গিয়েছে, রেলে কাটা টিকিটের অন্তত 55% কাটা হয়ে থাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে বর্তমানে। আইআরসিটিসি এজেন্ট হিসেবে, আপনি পিএনআর প্রতি ২০ টাকা পাবেন, নন-এসি ক্লাসের ক্ষেত্রে। আইআরসিটিসি এজেন্সি ৪০ টাকা আয় করতে পারে পিএনআর প্রতি। ১ শতাংশ পাওয়া যায় ২ হাজার টাকা লেনদেনের জন্য। এভাবে নানা ক্ষেত্রে আপনি আয় করতে পারেন ৮০ হাজার টাকা পর্যন্ত।

আপনি চাইলে আজ কিংবা আগামীকাল থেকেও সেই পদ্ধতির মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারেন। স্রেফ কয়েক মিনিটের বাড়িতে বসে কাজ।

কী কী করতে হতে পারে IRCTC- তে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য জানুন…
প্রথমে পূরণ করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম
এরপর জমা করতে হবে নিজের সমস্ত নথির স্ক্যানড কপি এবং সই করা অ্যাপ্লিকেশন ফর্ম
IRCTC আপনার IRCTC ID- তে সরাসরি 1,180 টাকা পাঠাবে সমস্ত নথির ভেরিফিকেশন হয়ে গেলে।
এরপর একটি ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা হবে আপনার জন্য।
আপনাকে IRCTC এর ফি জমা করতে বলা হবে ডিজিটাল সার্টিফিকেট আপনার হাতে এলে।
আপনার মেইল আইডিতে IRCTC সমস্ত ক্রেডেনশিয়াল মেইল করে দেবে ফি সঠিকভাবে জমা হলে।
এরপরেই আপনি টিকিট কাটতে পারবেন IRCTC এর অন্তর্ভুক্ত এজেন্ট হিসেবে।

Related posts

কড়াইতে তেল দিয়ে অপেক্ষা করেন ধোঁয়া না ওঠা অবধি? ওত পেতে আছে ভয়ঙ্কর বিপদ

News Desk

মর্মান্তিক! বিয়ের ১৫ বছর পরও হয়নি সন্তান! তাই বলে এমন পদক্ষেপ নেবেন স্বামী-স্ত্রী, কেউ ভাবেননি

News Desk

বরকে ফুলসজ্জার ঘরে বসিয়ে রেখে ভাইয়ের সাথে গায়েব কনে! কেন জানলে অবাক হবেন

News Desk