করোনা কালে ভাইরাসকে ঠেকাতে আর সংক্রমনের হাত থেকে বাঁচতে প্রায় সবারই নিত্যসঙ্গী হয়ে উঠেছে স্যানিটাইজার। ভাইরাসের সংক্রমণ কে প্রতিরোধ করতে সবার আগে মানুষের হাত কে কোনো ভাইরাস বা জীবাণু মুক্ত রাখা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোনো জিনিসে করোনা আবহে হাত দিলে বা লাগলে সেই হাত একেবারেই চোখে মুখে লাগানো উচিৎ নয়। কেনোনা শুধু মাত্র করোনা ভাইরাসই যে চোখ আর মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে তাই নয় রয়েছে আরো এমন অনেক অনেক রোগ জীবাণু। জীবানু মুক্ত করতে সব চেয়ে ভাল সাবান জলে হাত ধুয়ে নেওয়া। কিন্তু পথেঘাটে তো সব সময় তো সাবান জলে হাত ধোয়া সম্ভব নয়। তাই এখন সকলের নিত্যসঙ্গী স্যানিটাইজার।
কিন্তু সারা দিনে ঠিক কতবার এবং কতক্ষণ পর পর স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ তা নিয়ে অনেকের মনেই আছে অনেক প্রশ্ন। রইল সেই সব প্রশ্নের হদিশ!
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( World Health Organization) এই বিষয়ে অনেক আগেই দিয়েছে এক নির্দেশিকা। অনেকেই হয়ত সেটা জানেন না বা পড়েন নি তাই তাদের জন্য রইল হুর (Who) গাইডলাইন। অতিরিক্ত পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার একবারে নিয়ে ব্যাবহার করলে তাতে বিশেষ উপকার হয় না। তার থেকে এক হাতের পাতায় কয়েক ফোঁটা স্যানিটাইজার নিতে হবে। তার পরে দু’হাতের তালুতে আর হাতের উপরভাগে তা ভালো ভাবে ঘষতে হবে, যতক্ষণ না পর্যন্ত হাত দু’টো একেবারে শুকিয়ে যায়। গোটা প্রক্রিয়াটি ২০-৩০ সেকেন্ড ধরে করলেই হাত শুকিয়ে যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, স্যানিটাইজারে অ্যালকোহল থাকলে সেই অ্যালকোহল থেকে কারও শরীরে কোনও ক্ষতি হয়না। উল্টে অ্যালকোহল জীবাণুনাশক। তাই অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার কেউ ব্যবহার করলে তাতে কোনো ক্ষতি নেই। কারণ, স্যানিটাইজারের মাধ্যমে ভীষণই সামান্য পরিমাণ অ্যালকোহল প্রবেশ করে শরীরে। এতে শরীরে কোনো প্রভাব পড়ে না।
তবে চিকিৎসকরা বলেন , স্যানিটাইজার রাস্তাঘাটে ব্যবহার করলেও যখন বাড়িতে থাকবেন মাঝেমাঝে সাবান আর জল দিয়েও হাত ধুয়ে ফেলা জরুরি। তবে অল্প কিছু সময় পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে ক্ষতি নেই।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গ্লাভস পরে থাকলেও ঘটতে পারে জীবানুর সংক্রমন। অনেক সময় এক স্থান থেকে জীবাণু আর এক স্থানে চলে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। তা ছাড়া, গ্লাভস খোলার ভীষণ সতর্কতার সাথে না খুললে অনেক সময় হাতেও সেই জীবাণু থেকে যেতে পারে। তাই গ্লাভস পরে জীবাণু আটকানোর চেয়ে সচেতনভাবে বারবার স্যানিটাইজার বা সাবান আর জল দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া ভালো। স্যানিটাইজার ব্যাবহারে হাতের কোনও ক্ষতি করে না।