যৌন মিলনের আগেই অনেক পুরুষ আছেন যারা নিজের পুরুষত্ব জাহির করার জন্য বলেই থাকেন যে তার সঙ্গিনী কে সারারাত যৌন সুখ দেবেন। কিংবা যৌনতায় মেতে থাকবেন সারারাত। এরকমই যদি বলে থাকেন তাহলে মস্ত বড়ো ভুল করলেন। যদি এটা হয় তাহলে আপনার সঙ্গিনী উৎসাহের বদলে ভীত হতে শুরু করবেন প্রথম থেকেই। এবং তিনি আপনাকে ভয় পেতে থাকবেন। এই কথা সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে। মহিলারা এমনিও পছন্দ করেন না উদ্দম সেক্স করা।
তাবড় সেক্স থেরাপিস্টরা উত্তর আমেরিকায় সম্প্রতি মহিলাদের যৌনইচ্ছের উপরে একটি সমীক্ষা করেন। সমীক্ষার রেজাল্টে দেখা গিয়েছে, একটা বড় অংশের মহিলা শারীরিক মিলন দীর্ঘক্ষণ ধরে একেবারেই পছন্দ করেন না।
বিশেষ করে, যদি এহেন প্রস্তাব দিয়েও থাকেন কোনও পুরুষ সঙ্গী, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তাঁরা। না-হলে চেষ্টা করেন এড়িয়ে যাওয়ার। তাঁরা কিছু নির্দিষ্ট সময়ের জন্য মিলনই পছন্দ করেন।
চিকিৎসা বিজ্ঞানীরা শারীরিক মিলনের সময়কে ৪ ভাগে ভাগ করেছেন। তাতে বলা হয়েছে, যৌনমিলন ১ থেকে ২ মিনিট খুবই অল্প সময়ের, পর্যাপ্ত মিলন ৩ থেকে ৭ মিনিট, আকাঙ্খিত ৭ থেকে ১৩ মিনিট ও ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত মিলন অতিরিক্ত। ডা. এরিক কর্টি গবেষক দলের প্রধান জানাচ্ছেন, মহিলারা একেবারেই পছন্দ করেন না ১০ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত যৌনমিলন। তাঁদের কাছে কষ্টকর হয়ে ওঠে বরং এই মিলন। আনন্দের নয়। তাঁর কথায়, ‘ মিলন যথেষ্ট ১২ মিনিট পর্যন্ত। সাধারণত মহিলারা পছন্দ করেন না তার বেশিক্ষণ মিলন।