Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বোমা খোঁজার দায়িত্ব থেকে অবসর! পাঁচ বছর ধরে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিল এই ইঁদুর

বহু মানুষ কে পাঁচ বছর ধরে রক্ষা করেছেন ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমা চিহ্নিত করে। নিজের কর্মদক্ষতার জন্য মিলেছে স্বর্ণ পদকও। দক্ষতার সাথে নিজের কর্মজীবন সম্পূর্ন করে অবসর নিচ্ছে বিশেষ ক্ষমতার অধিকারী এই ইঁদুরটি যার নাম ‘মাগাওয়া’ (Magawa)।

প্রসঙ্গত কম্বোডিয়ায় (Cambodia) ল্যান্ডমাইন (Landmines) ও বোমা ইত্যাদি শনাক্ত করে স্বর্ণপদক জিতেছিল ‘মাগাওয়া’। বিবিসির সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৫ বছর ধরে এই নিজের কর্মক্ষমতার জন্যে সুপরিচিত এই ইঁদুরটি প্রায় ৭১টি স্থলমাইন ও কয়েক ডজন বোমা ফাটার আগেই উদ্ধার করতে সক্ষম হয়েছে। আর এই অসাধারণ কর্মক্ষমতার জন্য পুরষ্কার হিসাবে ওই ইঁদুরটিকে স্বর্ণপদকে দেয় মার্কিন যুক্তরাজ্যের পশু চিকিৎসা সংক্রান্ত সংস্থা PDSA (People’s Dispensary for Sick Animal।

মাগাওয়ার ইঁদুরটির ওজন ১.২ কেজি। দেহের দৈর্ঘ্য হল প্রায় ২৮ ইঞ্চি। অন্যান্য বহু ইঁদুরের প্রজাতির তুলনায় এর সাইজ অনেকটাই বড়। আর তার দেহের এই মাপ ছিল ল্যান্ডমাইন খোঁজার জন্য একেবারে উপযুক্ত। মাগাওয়ার জন্ম আফ্রিকার তাঞ্জানিয়ায়। এই ইঁদুরকে ‘হিরো র‍্যাটস’ও বলা হয়। মাগাওয়া মাত্র ২০ মিনিটের মধ্যে প্রায় টেনিস কোর্টের আকারের সমান একটি ক্ষেত্রে ল্যান্ডমাইনের অনুসন্ধান চালাতে সক্ষম।

ইঁদুরটিকে এই কাজের প্রশিক্ষণ দিয়েছিলেন যিনি সেই ম্যালেন (Malen) এর কথায়। তিনি ইঁদুরটির অবসর প্রসঙ্গে বলেন যে, সাত বছর বয়সী আফ্রিকার ছোট্ট এই ইঁদুর বার্ধক্যে পৌঁছেছে। এই কারণে তার মধ্যে খৃপ্রতার অভাব দেখা যাচ্ছিল। সে আস্তে আস্তে সময়ের সঙ্গে ধীরগতির হয়ে পড়েছিল। এখন তিনি ইঁদুর টিকে “উপযুক্ত সম্মান” দিতে চান।

Related posts

মায়ের কাছ থেকে টাকা নিতে নিজেরই অপহরণ করলো মেয়ে! তারপর…

News Desk

ডেটিং সাইটে পরিচয়! জাতীয় স্তরের সাঁতারুর বাড়িতে ডিনারে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা তরুণীর

News Desk

আশ্চর্যজনক ভাবে এই রহস্যময় গ্রামে বসবাসকারী মানুষ পশু পাখি সকলেই অন্ধ, কারণ কী?

News Desk