করোনা ভাইরাসের (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের জন্যে মুলত ভারতে করোনার যে প্রজাতি দায়ী সেটা ছিল করোনার ডেল্টা স্ট্রেন। কিন্তু এবারে আরও চিন্তা। ভয়ঙ্কর সংক্রামক করোনার ডেল্টা স্ট্রেন কেও ছাপিয়ে এসেছে একটি নতুন করোনা স্ট্রেন যার নাম ডেল্টা প্লাস (Delta Plus)।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মনে করছে, এই নতুন স্ট্রেন যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। নতুন স্ট্রেনে আক্রান্তও হচ্ছেন অনেকে। তাই আশঙ্কায় প্রহর গুনছে দেশ। তাহলে কি ভারতে উপস্থিত করোনা তৃতীয় ঢেউ? আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে করে এই সম্ভাবনাই জোরালো হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ দের একাংশ। ইতি মধ্যেই বেশ কিছু রাজ্যে হানা দিয়েছে এই করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।
এই ভেরিয়েন্ট কে ঘিরে সরকারের তরফে যথেষ্ট চিন্তা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ডেল্টা প্লাস ভেরিয়েন্ট যথেষ্ট উদ্বেজনক। উদ্বেগের কারণ হল করোনার এই নয়া প্রজাতি আগের থেকেও আরও দ্রুত হারে সংক্রমণ ছড়াতে সক্ষম। পৃথিবীতে মোট নয়টি দেশের এখনও ডেল্টা প্লাস ভেরিয়েন্টের হদিশ মিলেছে। এর মধ্যে ভারত অন্যতম।
ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চিন ও রাশিয়ায় মিলেছে এই ভেরিয়েন্ট। ভারতে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ডেল্টা প্লাস ভেরিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। এছাড়া কেরালা আর মধ্যপ্রদেশেও হদিশ মিলেছে। এই তিন রাজ্য সহ মোট ১১টি রাজ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। মারাও গিয়েছে ইতিমধ্যে।
বাজারে চলতি ভ্যাকসিন কি ডেল্টা প্লাস কে আদৌ কাবু করতে পারবে ? বিশেষজ্ঞরা মানছেন সংক্রমন এড়াতে না পারলেও এর ভয়াবহতা কাটাতে পারবে করোনা টিকা।