পৃথিবীতে দেশের সংখ্যা প্রচুর হলেও রাষ্ট্রপ্রধান হিসেবে মাত্র কয়েকটা দেশের রাষ্ট্রপ্রধান সম্পর্কেই সবাই জানে বা জেনে থাকেন। তারমধ্যে যদি কোনও শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান হন তবে গোটাবিশ্ব তাকে এক ডাকে চিনবে। পৃথিবীতে রঙিন চরিত্রের রাষ্ট্রপ্রধানের ব্যাপারে আলোচনা হলে সবার প্রথমেই নাম আসবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমীর পুতিনের। ভ্লাদিমীর পুতিন এর কাছে পরকীয়া বা সেক্স নিয়ে কোনও মন্তব্য করতে একবারও ভাবেন না তিনি। শুধুমাত্র যে রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে তার উদ্যোগ বা সাহসী পদক্ষেপ নিয়েই আলোচনা হয় তা নয়, ওনার বিভিন্ন বিতর্কিত মন্তব্য নিয়েও চর্চা করে গোটাবিশ্ব। গত বৃহস্পতিবার প্রতিবেশী দেশ ইউক্রেনে আবারও হামলা করার কারণে গোটাবিশ্বের চোখ ঠেকেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিনের দিকেই। এমন অবস্থায় গ্ৰুপ সেক্সের ব্যাপারে তার এক বিতর্কিত মন্তব্য আবারো চর্চায় উঠে এসেছে।
ঘটনাটি ২০১২ সালের। তখন পুতিনের গ্রূপসেক্স নিয়ে করা মন্তব্য ঘিরে খুব চর্চা চলেছিল বিশ্বে। কারণ তিনি গ্রূপসেক্সের স্বপক্ষে কথা বলেছিলেন। পুতিন রাশিয়ান টুডে নিউজের এক ইন্টারভিউতে সুস্পষ্ট ভাবেই বলেছিলেন, গ্রুপ সেক্স অনেকেই পছন্দ করেন। তাদের মত একা একা বা দুজনে সেক্সের থেকে গ্রূপে সেক্স করার মজা বেশিই। কারণ দলবদ্ধ হয়ে কাজ করার মতনই গ্ৰুপ সেক্স আর দলবদ্ধ হয়ে কাজ করলে সাফল্যের সুযোগ বেশিই। একাকীত্ব অনেকটাই কম গ্রুপসেক্সে। পুতিন এই মন্তব্য করার পরই জানিয়েছেন, যেকোনও মানুষই গ্রুপ সেক্সকে সহজভাবে নিতে পারেন।
তার এই মন্তব্য নিয়ে সেই সময় খুব সমালোচনা হয়। তৃতীয়বারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে নিযুক্ত হওয়ার আগেই এই গ্ৰুপ সেক্সের মন্তব্যটি করেছিলেন তিনি। যা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু একটি প্রতিবেদনে সেইসময়েই বিতর্ক পুতিনকে পিছিয়ে দিতে পারে বলে দাবি করা হয়েছিল । সে সব আশঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্বি মসনদে বসেছিলেন পুতিন।