Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে বিয়ের সম্বন্ধ! ৬ লক্ষ টাকা আত্মসাৎ করে গায়েব অধ্যাপক পাত্র

সংবাদপত্রে বিবাহের বিজ্ঞাপন দেখে যোগাযোগ আর তারপর পরিচয়। নিজেকে অধ্যাপক পরিচয় দিয়ে সরাসরি বিয়ের পাকা কথা। কিন্তু সাক্ষাৎ হয় বহুবার। বিয়ের সব খরচ বাবদ ধীরে ধীরে প্রায় ৬লক্ষ্য ৬০ হাজার টাকা নিয়েছে। বিয়ে করার জন্য সোজা মালদায় হাজির পাত্রী তার মা বাবা নিয়ে। আর সেই খবর পেয়েই “উধাও” বর বিয়ের দিনে। মালদহের ইংরেজবাজারে (Malda) প্রতারণার অভিযোগ দায়ের। তদন্তে নামল পুলিশ।

হবু বরের বিয়ের দিনে পর্দা ফাঁস। পাত্রের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। এক মহিলা স্বাস্থ্য কর্মী ও তাঁর পরিবারের কাছ থেকে কলেজের অধ্যাপক পরিচয় দিয়ে ধাপে ধাপে প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারণার অভিযোগ। পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেন আলিপুরদুয়ারের (Alipurduar) এক পরিবার প্রায় তিন বছর আগে। পেশায় স্বাস্থ্যকর্মী পাত্রী।

অভিযোগ, মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কলেজ অধ্যাপক পরিচয় দিয়ে বিয়ে ঠিক করে পাত্র ওই বিজ্ঞাপনের সূত্র ধরে। পাত্রীর দাবি, সুমন মজুমদার হবু পাত্রের নাম। ওই পাত্র জানান মালদা শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকায় তাঁর বাড়ি। রায়গঞ্জ কলেজের অধ্যাপক বলেও নিজেকে পরিচয় দেন। মোবাইল মারফত বাড়ির সঙ্গে যোগাযোগের পর তাঁদের বিয়েও ঠিক হয়। অভিযোগ, বিয়ের আসবাবপত্র এবং অন্যান্য খরচের কথা বলে ধাপে ধাপে ৬ লক্ষ ৬০ হাজার টাকা নগদ প্রতারণা করে হবু বর।

বার বার বিয়ের তারিখ পিছিয়ে শেষপর্যন্ত বুধবার, ২ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য হয়। বিয়ের সমস্ত প্রস্তুতি করে রেখেছেন বলে জানিয়ে পাত্রী ও তাঁর বাবা-মাকে মালদহে ডাকা হয়। কিন্তু, তাঁরা মালদহে পৌঁছেছেন শুনেই মোবাইল যোগাযোগ বন্ধ করে দেন হবু বর।

মোবাইলে কোনও যোগাযোগ না হওয়ার কারণে পাত্রের ছবি নিয়ে সর্বমঙ্গলা পল্লী এলাকায় দীর্ঘ ক্ষণ খোঁজখবর চালান পাত্রী ও পরিবার। কিন্তু তাঁদের দাবি, পাত্রের আর খোঁজ মেলেনি। এদিন পাত্রের সন্ধান না পেয়ে দৃশ্যতই ভেঙে পড়েন ওই পরিবার। শেষে প্রতারিত হয়েছেন আন্দাজ করে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদহের ইংরেজবাজার থানার পুলিশ।

Related posts

অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে কোন রহস্য , জানেন!

News Desk

বর আসেনি বিয়ে করতে! শাড়ি, গয়না পরে পাত্রের বাড়ির সামনে উপস্থিত হয়ে ধর্না দিলেন পাত্রী

News Desk

গত একদিনে আবারও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় মৃত ৮১৭

News Desk