Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সরকারী অফিসের গুরুত্বপূর্ন নথি চিবাচ্ছে ছাগল, তাকে ধরতে দৌড় কর্মীদের! দেখুন ভিডিয়ো

ছাগল এমন একটি প্রাণী যার সামনে যাই আসুক না কেন তার সেটি ধরেই চিবানোর অভ্যাস। এই কারণেই বোধহয় চিরকালীন প্রবাদ ছাগলে কিনা খায়! আর কাগজ পেলে তো কথাই নেই। চিবিয়ে দফারফা সার। কিন্তু যদি সেই কাগজ সরকারি হয় তাহলে! শুধু যে সরকারী কাগজ তাই নয় রীতিমতো সরকারি দপ্তর থেকে কাগজ নিয়ে খেয়ে ফেলল ছাগল। তাই ঘিরে হইচই দপ্তরের সরকারি কর্মীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের এক ব্লক অফিসে। ছাগলের কীর্তি দেখে যদিও হেসে গড়িয়ে পড়ছেন নেট নাগরিকরা। ভিডিওটি আপাতত ভাইরাল।

শীত প্রায় এসে গেছে। তাই সকালে অফিসে পৌঁছে ব্যাগ পত্র দপ্তরে রেখে ব্লক অফিসের সামনের মাঠে গায়ে শীতের মিঠে রোদ লাগাচ্ছিলেন কর্মীরা। চলছিল গল্পগুজব। কিন্তু হঠাৎই ছন্দপতন। তাদের খোশ গল্পের আসরে বিঘ্ন ঘটালো এক ছাগল।

আসলে, কর্মীরা যখন নিজেদের মধ্যে আড্ডা দিতে ব্যাস্ত ছিলেন, ছাগলটি আস্তে আস্তে ব্লক অফিসের খোলা দরজা দিয়ে সোজা ঢুকে পড়ে ঘরে। কর্মীরা খেয়ালও করেননি যে অফিসঘরে ছাগল ঢুকে কী কাণ্ড করছে তাদের অজান্তেই। যখন খেয়াল করলো তখন ছাগল বাবাজির পিছনে দৌড়ে নাজেহাল কর্মীরা। না হলে যে তাদের চাকরী নিয়ে টানাটানি পড়তে পারে। কিন্তু কি এমন করল সেই ছাগল যে ব্লক অফিস কর্মীদের কালঘাম ছুটলো। দেখুন ভিডিওটি।

ছাগলটি অফিসের ভেতরে টেবিলের উপর স্তূপীকৃত করে রাখা কাগজের মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইল মুখে তুলে নেয়। তার পর আয়েশ করে সেটি চিবোতে শুরু করে। বেশ কিছুটা খেয়ে চিবিয়ে তারপর ধীরে সুস্থে অফিস থেকে পুনরায় মাঠে বেড়িয়ে আসে।

হঠাৎই আড্ডারত ব্লক কর্মীদের মধ্যে এক জনের চোখে পড়ে ঘটনাটি। তাদের অফিসের গুরুত্বপূর্ণ নথি ছাগলের মুখে ছেঁড়া অবস্থায় দেখে তো তাদের মাথায় হাত!! তৎক্ষণাৎ বেচে থাকা বাকি ফাইল নথি ছাগলের কবল থেকে উদ্ধার করতে ছাগলের পিছনে ধাওয়া করেন তাঁরা। অনেক কষ্টে ফাইল উদ্ধার করা গেলেও গুরুত্বপূর্ণ নথি তত ক্ষণে ছাগলের পেটের ভেতরে।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আসতেই কর্মীদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, ছাগলের কান্ড কারখানা দেখে নিয়েও হাসির রোল।

Related posts

কাবুল বিমানবন্দরের কাছে তালিবানদের কব্জায় বহু ভারতীয়-সহ অন্ততঃ ১৫০ জন!

News Desk

হঠাৎই পড়েছে টাকার প্রয়োজন? জানেন এমন ৩টি লোন যা আপনি পেতে পারেন খুব অল্প সময়ে?

News Desk

মুখে নেই মাস্ক , মানছেন না করোনা বিধি।দীঘায় করোনা প্রতিরোধে নামল পুলিশ, আটক বহু পর্যটক

News Desk