বারবার ভিডিও ভাইরাল করার হুমকি পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বড়ৌলি ব্লকের মাধোপুর ওপি থানা এলাকার সারেয়া নরেন্দ্র গ্রামে। সেখানকার বেচু বাইছার বাসিন্দার ১৫ বছর বয়সী মেয়ে নিগম কুমারীকে তার বান্ধবীর এক ভাই ক্রমাগত হয়রানি করতো। এ বিষয়ে অভিযোগ করলে ব্যাপারটি মারপিট অব্দি পৌঁছে যায়। এরপর বিষয়টি নিয়ে থানায় রিপোর্ট করলে অভিযুক্তরা তাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে।
ছাত্রীর পরিবারের অভিযোগ, ১৯শে এপ্রিল সারেয়া নরেন্দ্র গ্রামে মারামারি হয়েছিল। এ ঘটনায় কোচিং থেকে ফেরার পথে নিগম কুমারীর ওপর মারাত্মক হামলা হয় ও সে আহত হয়। এরপর পরিবারের পক্ষ থেকে সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। পরিবারের সদস্যরা জানায়, মামলা তুলে নিতে গত কয়েকদিন ধরে ওই ছাত্রীকে নির্যাতন করা হচ্ছিল।
এদিকে পুলিশে মামলা নথিভুক্ত হওয়ার পরও আসামিদের মনোবল কমেনি। মামলা তুলে না নিলে ওই ছাত্রীকে ভিডিও তৈরি করে ভাইরাল করার হুমকি দেয় অভিযুক্তরা। অভিযোগ, ওই ছাত্রী যখন স্কুলে যেত, তখন তার বন্ধুর ভাই প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং তার ছবি তুলে নেট মাধ্যমে ছড়িয়ে দিত। স্কুলে যাওয়া আসার পথে রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল হুমকি। এর প্রতিবাদে ১৯ এপ্রিল সংঘর্ষ হয়।
তবে পুলিশ এ ঘটনার পেছনে জমি বিরোধ সংক্রান্ত কারণ আছে বলে জানিয়েছে। এ ক্ষেত্রে সদরের এসডিপিও সঞ্জীব কুমার বলছেন, পুলিশ তদন্ত করছে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে মেয়ের মৃত্যুর পর পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।