Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দীঘায় মৎস্যজীবী‌র জালে উঠল দৈত্যাকৃতি কই ভোলা! কত টাকায় বিক্রি হল শুনলে চমকে উঠবেন

বিশাল আকারের সামুদ্রিক কই ভোলা মাছ (Giant Fish in Digha) ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা মোহনা ও দিঘার মাছ-বাজারে। বর্তমানে চলছে ভরা ইলিশের মরশুম (Hilsa Season)। সেই ইলিশের খোঁজেই সমু্দ্রে পাড়ি দিয়েছিলেন ওড়িশার পারাদ্বীপের বাসিন্দা এক মৎস্যজীবী। কিন্তু ভরা মরশুমেও দিঘার সমুদ্রে ইলিশের দেখা মিলছে না। তবে ওই মৎস্যজীবীর জালে ধরা পড়ে যায় বিশালাকৃতির একটি ভোলা মাছ। এক মুহুর্তে প্রচুর টাকার মালিকও হয়ে যান ওই মৎসজীবী বাজারে পৌঁছুনো মাত্রই।

Giant koi bhola fish found in digha

সম্প্রতি ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের (Bay of Bengal) মাঝ সমুদ্রে। ওড়িশার পারাদ্বীপের ওই মৎস্যজীবী জানান, ইলিশের খোঁজে তিনি তার নৌকা নিয়ে মাঝসমুদ্রে গিয়েছিলেন। সমুদ্রের জলে জাল ফেলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই মাছ ধরা জালটি নড়ে উঠে। হঠাৎ তিনি বুঝতে পারেন তার জালে ভারী কিছু ধরা পড়েছে। জলের মধ্যে থেকে ভারী জালটি যথেষ্ট কষ্ট করে টেনে তুলতেই ওই বিশাল আকৃতির কই ভোলা মাছটি (Bhola Fish) দেখতে পান তিনি। সেটিকে সাথে সাথেই নিজের নৌকায় তুলে নেন ওই মৎস্যজীবী। ওই কই ভোলা মাছটিকে নিয়ে সরাসরি উপস্থিত হন দিঘার মোহনা বাজারে। মাছটির ওজন প্রায় দেড়শ কেজি। সাথে সাথেই খবর প্রায় চাউর হয়ে যায়। মাছটিকে দেখতে ঝাঁপিয়ে পড়ে এলাকার লোকজন। জড়ো হন দীঘার আশেপাশের গ্রাম থেকে প্রচুর উৎসুক মানুষ। ভিড় করেন কৌতুহলী পর্যটকরাও। অনেকে আবার সেই বিশাল আকৃতির কই ভোলা মাছের ছবি ক্যামেরায় তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মাছটিকে ঘিরে সেল্ফিও নেন প্রচুর মানুষ।

পর্যটকদের ভোলা মাছটির সাথে সেলফি তোলা শেষ হলে মাছটিকে নিয়ে যাওয়া হয় সোজা দিঘা মোহনায় মাছের বাজারে। সেই বাজারেই মাছটি বিক্রি হয় ৩৫ হাজার টাকায়। উত্তর ২৪ পরগনার জেলার এক ক্রেতা এই মোটা অঙ্কের টাকায় ১৫০ কেজি ওজনের কই ভোলা মাছটিকে কিনে নিয়ে যান। সাধারন ভাবে কই ভোলা মাছের এই শঙ্কর আকারে হয় ছোট এবং খেতেও হয় সুস্বাদু। কিন্তু সাম্প্রতিক সময় এত বেশি ওজনের কই ভোলা মাছ দেখা গেছে বলে জানা যায়নি, এমনটাই জানিয়েছে স্থানীয় মৎস্যজীবীরা।

Related posts

ওমিক্রন বা ডেল্টা, যে কোনও করোনা স্ট্রেন কে রুখতে সক্ষম ভারতীয় বিজ্ঞানীদের তৈরী এই টিকা

News Desk

এসে গেল Windows 11, আকর্ষণীয় লুক, দুর্দান্ত সব ফিচার্স! জেনে নিন কবে ডাউনলোড করতে পারবেন?

News Desk

নজর কাড়ছে নদীয়া! কল্যানীতে ভিড় মালয়েশিয়া টুইন টাওয়ার ঘিরে চূড়ান্ত উদ্দীপনা

News Desk