Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

যতটাই গরম, ততই ঠান্ডা! কোথাও বৃষ্টি তো কোথাও বছরভর বৃষ্টির দেখা নেই! জানেন ভারতের এই সব জায়গার ঠিকানা

ভারত যেন সত্যিই একটি ‘বৈচিত্র্যময়’ দেশ। এই দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য হোক বা পোশাক আশাকের বৈচিত্র্য। নানা ধর্মের মেলবন্ধন হোক কি রান্না বান্না, স্বাদের বৈচিত্র্য, এমন সংস্কৃতির মিশ্রণ-এর দেখা মেলে এমন দেশ পৃথিবীর বুকে খুব কমই আছে। ভারতের নানা জায়গায় ঘুরে অনেকেই এই বৈচিত্রের স্বাদ নিয়ে থাকে। কিন্তু শুধুই সংস্কৃতি বিষয়ক বৈচিত্র্যই নয় ভারতের নানা জায়গার ভৌগলিক বৈচিত্র্যও নেহাত কম নয়। জেনে নিন এমন বেশ কয়েকটি জায়গার ঠিকানা যেখানে তাপমাত্রার বৈচিত্রের সাথে সাথেই আপনি সাক্ষী থাকবেন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যেরও। ভারতে এমন বেশ কিছু জায়গা আছে যেখানকার কোথাও কোথাও ঠাণ্ডা এতটাই বেশি যে আপনার হাড় কাপিয়ে দেবে, আবার কোথাও এতটাই গরম যে ভাবা যায় না, আবার কোথাও খুব বৃষ্টির ঘনঘটা দেখতে পাবেন। আবার কোথাও এতটাই শুকনো। তেমনই কয়েকটি জায়গার সন্ধান রইল এই প্রতিবেদনে। দেখে নিন সেগুলি কোনগুলো…

মৌসিনরাম (Mawsynram): বৃষ্টি আর মেঘের খেলা চলে এখানে। মৌসিনরামে মেঘের আড়ালে যেন লুকিয়ে থাকে সব সময়। ঘরের ভেতর ঢুকে পড়ে যখন তখন। মেঘের চাদর সরিয়ে দেখা যায় না কাছের কোনো জিনিসও। পাশাপাশি চলে বৃষ্টির ঘনঘটা। মেঘালয়ের রাজধানী শিলং থেকে ৬৫ কিলোমিটার দূরের গ্রাম এই মৌসিনরাম। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হিসেবে সারা পৃথিবীর মধ্যে এখানের বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি।

লেহ (Leh): সব চেয়ে বেশী বৃষ্টিপাত যদি হয় মৌসিনরামে সব চেয়ে কম কোথায় হয় সেটাও জেনে নিন। লেহ হল ভারতের সবথেকে শুষ্কতম স্থান। ভীষণ ঠান্ডা থাকার কারণে এই স্থান শীতল মরুভূমি হিসাবেও পরিচিত। শীতকালে তাপমাত্রা হিমশীতল মাইনাসের নীচে থাকে। এছাড়াও, এই স্থানে ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয়।

ফালোদি (Phalodi): রাজস্থানের ফালোদি নামক জায়গাটি ভারতের সর্বাধিক গরম জায়গা বলে গণ্য করা হয়। এখানে তাপমাত্রা উঠে যায় ৫১ ডিগ্রি বা তারও বেশীতে। এই জায়গাটি রাজস্থানের থর মরুভূমির একটি অংশ। যদিও দেশ বিদেশ থেকে আসা বহু পর্যটক ভারতের উষ্ণতম এই স্থানে একবার ঢুঁ অবশ্যই মারেন।

দ্রাস (Dras): কার্গিল এবং জোজি লা পাস-এর মধ্যবর্তী স্থানে অবস্থিত দ্রাস। এই স্থানটিই হচ্ছে ভারতের সবথেকে শীতলতম স্থান। এই দ্রাস লাদাখের গেটওয়ে হিসাবেও পরিচিত। এখানকার তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রির আশেপাশে থাকে। শীতকালে এই জায়গার তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ৪৫ ডিগ্রিতে।

কুট্টানাড় (Kuttanad): ভারতের নেদারল্যান্ডস নামেও পরিচিত কেরলের এই জায়গাটি। কিন্তু এটি ঠান্ডা বা গরম স্থান নয়। ভারতে এই স্থানে সব চেয়ে নিচু জমিতে মানে হল্যান্ডের মতন সমুদ্রতলের নিচের উচ্চতায় চাষবাস করা হয়। এটিকে ভারতের হল্যান্ড বলে।

Related posts

মাত্র একটা রুটির জন্য অকালে প্রাণ হারালেন রিকশা চালক! বিষয়টা কি?

News Desk

দীর্ঘ সময় বাদে ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ! চিন্তায় রাখছে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি

News Desk

মদ্যপ ছেলের অত্যাচার বাড়ছিল দিন দিন! সহ্য না করতে পেরে ছেলেকে খুন করলেন বাবা

News Desk