মার্কিন প্রশাসনের তরফে ১২ বছর ও তার থেকে বেশি বয়সিদের করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে দেশ জুড়ে। তবে মার্কিন প্রশাসন এরইমধ্যে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন নিয়ে এবার সতর্ক করতে চলেছে। জানা যাচ্ছে, এই দুই ভ্যাকসিন যারা নিয়েছেন, কারো কারও মায়োকার্ডাইটিস বা হৃদপিণ্ড বড় হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে তাঁদের মধ্যে।
এক বিবৃতিতে সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফ থেকে জানানো হয়েছে, যারা করোনার ভ্যাকসিন নিচ্ছেন, মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিসের উপসর্গ দেখা দিতে পারে তাঁদের মধ্যে। আকারে বড় হয়ে যেতে পারে হৃদপিণ্ড। সেজন্য সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই বিষয়ে। যে সব রোগীদের মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিস আছে, তাঁরা অনেকটাই সেরে উঠতে পারছেন সঠিক সতর্কতা অবলম্বন করলে।
সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, যারা ভ্যাকসিন নিয়েছেন, বুকে ব্যথা হওয়া বা শ্বাসকষ্ট হওয়া বা হার্ড বিট বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে কিনা তাঁদের মধ্যে, সেবিষয়ে লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন। যদি কোনও উপসর্গ দেখা দেয় এই ধরনের, তাহলে যেন অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও ফাইজার ও মডার্না ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সেন্টেরস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এই রিপোর্টের ওপর ভিত্তি করে একই সতর্কতা জারি করতে পারে।
সম্প্রতি সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, একটি সমীক্ষা চালানো হয় তাঁদের ওপর। সমীক্ষায় দেখা গিয়েছে, ওই দুই ধরনের ভ্যাকসিন যারা নিয়েছেন, মায়োকার্ডাইটিসের লক্ষণ দেখা দিচ্ছে তাঁদের মধ্যে অনেকেরই। এই বিষয়ে সবিস্তারে রিপোর্ট আসছে ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও। মার্কিন যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে এবারে সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে।