Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভারতে ওমিক্রনের প্রথম বলি মহারাষ্ট্রের প্রৌঢ়! করোনার নতুন প্রজাতি ঘিরে বারছে উদ্বেগ

ভারতে ওমিক্রনে (Omicron) আক্রান্ত হয়ে মারা গেলেন মহারাষ্ট্রের প্রৌঢ়। এটিই ভারতে ওমিক্রণ সংক্রান্ত প্রথম মৃত্যুর ঘটনা। মহারাষ্ট্র স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী, কিছুদিন আগেই আফ্রিকার দেশ নাইজেরিয়া থেকে ফিরেছিলেন তিনি। এই মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর।প্রসঙ্গত গত ২ ডিসেম্বর ভারতে প্রথম ওমিক্রন (Omicron) সংক্রমণের কেস সামনে এসেছিল। তার প্রায় ১ মাস কেটে যাওয়ার পর, ২৮ ডিসেম্বর দেশের প্রথম ওমিক্রন সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল।

মহারাষ্ট্রের বাসিন্দা ৫২ বছর বয়সী ওই প্রৌঢ় কিছুদিন আগেই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। তারপর থেকেই বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে গত ২৮ ডিসেম্বর মারা যান তিনি। অবশ্য সেই সময় তিনি ওমিক্রন আক্রান্ত কিনা সেই বিষয়টি জানা যায়নি। তখন জানা গিয়েছিল কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সাথে সাথে তিনি ডায়াবেটিসে (Diabetes) ভুগছিলেন, অর্থাৎ কো মর্বিডিটি ছিল।

বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (National Institute of Virology), ওমিক্রন ভেরিয়েন্টের জন্য ওই প্রৌঢ়র নমুনা পরীক্ষা করার পর সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। তাদের রিপোর্ট অনুযায়ী জানা যায়, ওমিক্রন বাসা বেঁধেছিল ওই প্রৌঢ়ের শরীরে। যার কারণে অসুস্থ হয়ে শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী, এটিই ভারতে প্রথম ওমিক্রনের কারণে হওয়া মৃত্যু। 

প্রসঙ্গত তৃতীয় ঢেউ আসন্ন। সারা পৃথিবীর পাশাপাশি ভারত বর্ষ এও হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রের পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করেছে। পরিসংখ্যান বলছে, গতকালের তুলনায় বৃহস্পতিবার মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েছে ৩৭ শতাংশ। দিল্লী সহ বাকি রাজ্যের পরিস্থিতিও ক্রমশ জটিল হচ্ছে। ইতিমধ্যেই পরিস্থিতি বিচার করে ওড়িশার যেকোন জমায়েত, ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি যাতে বেলাগাম না হয়ে যায় সেই কারণে পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্যকে নতুন করে সতর্ক করেছে কেন্দ্র। 

Related posts

সাবধান! গুগল মিটে অনলাইনে চাকরির ইন্টারভিউয়ে মাধ্যমে টোপ পাতছেন প্রতারকরা

News Desk

ধর্ষণের সময় ভিডিও তুলে ভাইরাল করার হুমকি! মর্মান্তিক পথ বেছে নিল বিপর্যস্ত স্কুল ছাত্রী

News Desk

চলছে বিয়ের আয়োজন! পাত্রীও সাবালীকা। তাও প্রসাশন পৌঁছে বন্ধ করল বিয়ে! জানেন কেন

News Desk