মৃত্যুর পর মহিলা হয়ে গেলেন পুরুষ। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। ভাবছেন এটি কি ধরনের মজা। এও আবার হয় নাকি। কিন্তু অবাক হলেও এমনটাই ঘটেছে এক পরিবারের সাথে। যেখানে তাদের হাতে তাদের পরিবারের এক মহিলার জায়গায় এক পুরুষের দেহ হস্তান্তর করা হয় ময়নাতদন্তের পর। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তরপ্রদেশে।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের গোন্ডার কর্নেলগঞ্জে পোস্টমর্টেম হাউসে। যেখানে মৃতদেহ বদলানোর একটি দাবী প্রকাশ্যে এসেছে৷ এই ঘটনা প্রকাশ্যে আসার সাথে সাথে মৃতের আত্মীয় পরিজন এবং সেই পোস্টমর্টেম হাউসের আধিকারিকদের মধ্যে প্রবল চাঞ্চল্য তৈরি হয়ে যায়৷ আসলে কিছুদিন আগে পারিবারিক বিবাদের কারণে হওয়া মারামারির মধ্যে পরে এক মহিলার মৃত্যু হয়৷ এই ঘটনায় তার মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করতে রবিবারে তার দেহ পোস্টমর্টেম হাউসে পাঠানো হয়৷ ময়নাতদন্তের পর মৃত দেহ পরিজনদের হাতে হস্তান্তর করা হয়। এরপরেই শুরু হয়ে যায় শোরগোল৷ মৃতার আত্মীয়রা জানান তাদের কাছে মহিলার বদলে কোনো এক পুরুষের মৃতদেহ তুলে দেওয়া হয়েছে।
তীব্র অশান্তির শুরু হয় পোস্টমর্টেম হাউসের কর্মী এবং পুলিশের কর্তব্যে ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে৷ ঘটনাস্থলে সিএমও তদন্তের নির্দেশ দিয়েছে৷ রাধেশ্যাম কেসরি এই বিষয় নিয়ে বলেছেন ওই পোস্টমর্টেম হাউসের থেকে ডেডবডি বদলানোর অভিযোগ এসেছে৷ এর পাশাপাশি এই অভিযোগ যাদের বিরুদ্ধে প্রমাণিত হবে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে৷
এই মামলাটি হয়েছে কোতয়ালি কর্নেলগঞ্জ ক্ষেত্রের গ্রাম গুরসড়িতে৷ ঘটনাটি হল বছর চল্লিশের মহিলা রীতা দেবী গত শুক্রবার এক বিবাদের সময় মারপিট করতে গিয়েছিলেন৷ তাঁর মাথায় তখন ইঁট দিয়ে আঘাত করা হয়৷ এরপর জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া জয় চিকিৎসার জন্য এবং সেখানে ভর্তিও করা হয়৷ শনিবারদিন সেখানেই তাঁর মৃত্যু হয়৷ পোস্টমর্টেমের জন্য সেখানে তাঁর শরীর যাওয়ার পরই সব বিপত্তির শুরু হয়৷