Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

হাতে সময় আর ১৫ দিন! তারপরেই কি আসতে চলেছে করোনা চতুর্থ ঢেউ, জানালেন বিশেষজ্ঞ

দেশে নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে বেড়ে চলা করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা রইল আড়াই হাজারের ওপরেই। করোনা সংক্রমনের এই বাড়বাড়ন্তের মধ্যেই আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞ। করোনার সংক্রমণ আবারও চোখ রাঙানোয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। আগামী ১৫ দিনের মধ্যে ভারতে আঘাত হানতে চলেছে করোনার চতুর্থ ঢেউ, এবার এমনই মতামত জানালেন বিশেষজ্ঞ নীরজ মিশ্র। দক্ষিণ আফ্রিকায় খোঁজ মেলা করোনার নতুন স্ট্রেনই চতুর্থ ঢেউয়ের নেপথ্যে বড় কারণ হতে পারে, মত এই বিশেষজ্ঞের।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২,৫৯৩ জন। যা উর্দ্ধমুখী গত দিনের নিরিখে। এর মধ্যে ১ হাজার ৯৪ জন দিল্লিতেই আক্রান্ত। আবার মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ল সংক্রমণ গত ২৪ ঘণ্টায়। একদিনে ১৯৪ জন আক্রান্ত। যা সর্বোচ্চ গত একমাসের মধ্যে। সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে দিল্লির জন্য।

চিন্তার কথা এই যে কোভিড-১৯-এর ‘আর-ভ্যালু’ দিল্লীতে ২ ছাড়িয়ে গেল! এই সংখ্যাটি বেশ উদ্বেগজনক। এটি কোভিড-১৯ এর দ্রুত ছড়িয়ে পড়াকেই নির্দেশ করে। এর অর্থ হল ভারতের রাজধানীতে করোনা ভাইরাসে আক্রান্ত প্রতিটি ব্যক্তি আরও দু’জনকে সংক্রমিত করছে। সরকারী সূত্র বলছে যে ওমিক্রন (Omicron) এর BA 2.12 সহ 9টি উপ-ভেরিয়েন্টের উপস্থিতি রয়েছে রাজধানীতে। নমুনার জিনোম সিকোয়েন্সিং নিয়ে গবেষণার পর এ তথ্য জানা গেছে। পরীক্ষার নমুনার সমীক্ষায় ওমিক্রনের মোট ৯টি রূপের উপস্থিতি প্রকাশ পেয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় দিল্লিতে মাস্ক পড়া আবশ্যক করা হয়েছে, না পরলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে, বলা হয়েছে সরকারি নির্দেশিকা তে। তাৎপর্যপূর্ণভাবে, দেখা যাচ্ছে যে সংক্রমণ বাড়লেও সচেতনতার অভাব, মাস্ক ছাড়াই বর্তমানে বাইরে বার হচ্ছেন বহু মানুষ। করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ার পর থেকেই বিধিনিষেধ সংক্রান্ত অসচেতনতা দেখা গিয়েছে। যার কারণেও সংক্রমণ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

Related posts

মানুষ না পশু? গলায় লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে মহিলাকে! চীনের ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

News Desk

বিয়ের পরেই আরেক বিবাহিতা মহিলার সাথে পালালো বধূ! দিশেহারা স্বামীর গলায় আক্ষেপ

News Desk

সন্তান চাই! রাস্তার পাশে ঘুমন্ত যাযাবর পরিবারের শিশুকে তুলে নিয়ে গেলেন নিঃসন্তান মহিলা

News Desk