Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

লিঙ্কে ক্লিক করলেই গায়েব ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা! নদিয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে হতবাক পুলিশ

অচেনা নম্বর থেকে পাঠানো হতো অ্যাপস-এর লিঙ্ক। লিঙ্ক টি এমনই ছিল যে সেই লিঙ্কে ক্লিক করলেই ব্যাংক একাউন্ট থেকে সমস্ত টাকা উধাও হয়ে যেত নিমেষেই। বহুদিন ধরেই এরকম প্রতারণার চক্র এই কান্ড চালাচ্ছিল এবং অভিযোগও চলছিল। সমস্ত অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানার পুলিশ সেখানে পৌঁছে যা দেখল, তা দেখে হতবাক হয়ে গিয়েছেন তারা। এরকম একটা বড় প্রতারণার চক্র ফেদেছিল ইঞ্জিনিয়ারিং ছাত্র নিজের বাড়িতে বসেই। একেবারে হাতে নাতে ধরেছে পুলিশ ওই যুবককে। অনেকের সাথেই এরকম প্রতারণার ছক করে ফাঁসিয়েছে ওই যুবক বলেই জানা গিয়েছে। এখনো অবধি মোট ৪জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর মোবাইল, সিম কার্ড।

অভিযোগ, অনলাইনের মাধ্যমে প্রতারণার কাজ চালাচ্ছিলেন নদিয়ায় বাংলাদেশের সীমান্তবর্তী বেতাই জিতপুর এলাকায় প্রত্যন্ত গ্রামে নিজের বাড়িতে বসেই ওই যুবক। ওই এলাকায় হানা দেয় বৃহস্পতিবার মধ্যরাতে নদিয়া জেলার সাইবার ক্রাইম বিভাগ।

সাইবার হানায় ফাঁস হয়ে গিয়েছে ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য! জানাল এয়ার ইন্ডিয়া

তদন্তকারীদের দাবি, মানুষকে প্রতারণার জালে দীর্ঘদিন ধরে ফাঁসানোর পর ২৩ বছরের ওই ইঞ্জিনিয়ার পুলিশের জালে ধরা পড়লেন। পুলিশ জানিয়েচ্ছে , নিজে অ্যাপসের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হতো মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বলে অভিযোগ। নানা ধরণের নম্বর থেকে লিঙ্ক পাঠানো হতো বিভিন্ন মানুষকে। তারপর সেখানে বলা হতো , পুরস্কার হিসেবে তিন হাজার টাকা পৌঁছে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অ্যাপ ডাউনলোড করলেই। সেই মতো অ্যাকাউন্টে টাকা ঢোকা তো দূরের কথা, অ্যাকাউন্ট নম্বর দিলেই টাকা চলে যেত অন্য অ্যাকাউন্টে।

জেলা সাইবার ক্রাইম বিভাগের কাছে এরকমই বেশ অনেক অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই সাইবার ক্রাইম শাখার পুলিশ তদন্তে নামে। ইন্টারনেটের মাধ্যমে ওই যুবক ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামে নিজের বাড়িতে বসে সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত বলে দাবি তদন্তকারীদের। ল্যাপটপ মোবাইল সিম ও প্রচুর এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে সেখানে হানা দিয়ে। মোট চার জনকে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়।

Related posts

গৃহবন্দি অবস্থায় সন্তান অনলাইন পড়াশোনায় মানিয়ে নিতে সমস্যায় পড়ছে? জেনে নিন উপায়।

News Desk

উদ্বেগ বাড়িয়ে ২.৬৮ লক্ষের ঘরে দৈনিক করোনা সংক্রমণ, বিপদ বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও

News Desk

ফোনে আলাপ ফটোগ্রাফারের সঙ্গে, স্কুলে যাওয়ার পথে দেখা করে মর্মান্তিক পরিণতি কিশোরীর

News Desk