ছোটো প্রতিষ্ঠান হোক কিংবা বড়ো কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি যে কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ কল আসা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কেরিয়ার কোন দিকে মোড় নিতে চলেছে তা পুরোটাই প্রায় জড়িয়ে থাকে আপনার চাকরির সঙ্গে। আর আপনি চাকরি কোন কোম্পানিতে করছেন সেটা নির্ভর করে ইন্টারভিউ কেমন হচ্ছে তার উপর। সেই ইন্টারভিউতে নিজের জ্ঞান কতোটা তার সাথে সাথে এর উপরেও নির্ভর করে আপনার চাল চলন, পোশাক আশাক, এটিকেট অনেক কিছুর উপরেই। কেননা প্রফেশনাল জীবনে একটা ভুল পদক্ষেপে সমস্যায় পড়তে পারে আপনার কেরিয়ার। ইন্টারভিউ এর সময় কেউ কম অভিজ্ঞতা সম্পন্ন হতে পারে কারও কাছে ডিগ্রি বেশি হতে পারে কারও বা কম, কিন্তু ইন্টারভিউ টেবিলে যাঁরা আপনাকে পরীক্ষা করার জন্য উপস্থিত থাকবেন, তাঁদের কাছে নিজেকে প্রতিস্থাপন করতে হবে নিখুঁত ভাবে। এর জন্য নিজেকে সঠিক ভাবে তৈরি করতে হবে। যেমন কেমন ভাবে কথাবার্তা বলবেন, সেই দিকে যেমন নজর দিতে হবে, তেমনই কী পোশাক পরে ইন্টারভিউ এর দিন যাবেন সেই দিকেও বাড়তি খেয়াল দিতে হবে। কথায় বলে ‘ ফার্স্ট ইম্প্রেশন ইজ ইম্পর্ট্যান্ট’ (First Impression is important)।
ইন্টারভিউইয়ের সময় পুরো ফর্মাল পোশাক পরে ইন্টারভিউ স্থলে যাওয়ার চেষ্টা করুন। তবে সব সময় যে ফর্মাল পোশাক পরে যেতেই হবে, তা কিন্তু নয়। স্কার্ট অথবা ট্রাউজার পরতেই পারেন। এমনকি ড্রেস পরলেও পড়তে পারেন। তবে যে পোশাকই পরুন না কেন, এটুকু মাথায় রাখবেন, তাতে যেন আপনাকে স্মার্ট দেখতে লাগে। আর পোশাক যেন রঙচঙে না হয়।
যদি কর্পোরেট সেক্টরে আপনি ইন্টারভিউ দিতে যান যেমন, ল’ ফার্ম, ক্লায়েন্ট সার্ভিসিং, মার্কেটিং, মিডিয়া ইত্যাদি জায়গায়, একদম ছিমছাম পোশাক পরুন। বেশী উজ্জ্বল রঙের পোশাক না পরলেই ভালো। যদি আপনি শর্ত ট্রাউজার পরেন তা হলে খেয়াল রাখবেন সেটা যেন পরে আপনাকে মানায় বা স্মার্ট লাগে। মানে সেই শার্ট ট্রাউজার খুব বেশি ঢিলে নয় আবার খুব টাইটও না হয়। আবার যদি স্কার্ট পরেন, স্কার্টের ঝুলের দিকটা অবশ্যই খেয়াল করবেন।
যদি ইন্টারভিউ এর সময় ওয়েস্টার্ন ট্রাউজার না পড়লেও স্যুট বা শাড়ি পরতে পারেন। স্যুট পরলেও বেছে নিন নীল বা ধূসর রং। শাড়ি যদি পড়েন সেই ক্ষেত্রে কোনো সুতির শাড়ি পরুন। শাড়ীর রং যেন হালকা রঙের হয়। শাড়ির সঙ্গে ব্লাউজ়ের দিকে বাড়তি নজর দিতে হবে। কোনো ডিজাইনার বা নকশাযুক্ত ব্লাউজ় না পড়ে তার জায়গায় এয়ারহোস্টেস গলা ও থ্রি কোয়ার্টার হাতাযুক্ত ব্লাউজ় পরতে পারেন।
পাশাপাশি খেয়াল রাখুন জুয়েলারির দিকে। চেষ্টা করুন ইন্টারভিউয়ে ছিমছাম পোশাকের সাথে যতটা সম্ভব কম জুয়েলারি পরার । ছোটো এক জোড়া কানের দুল, হাতে একটা হাত ঘড়ি। ব্যাস, এর থেকে বেশি কিছু না পরাই ভালো। আর পোশাকের সঙ্গে মানানসই জুতো পরা জরুরি। বেশী হাইহিল জুতো পরা ঠিক নয়।
পুরুষরা ইন্টারভিউয়ে কেমন পোশাক পরিচ্ছদ পরিধান করবেন
ইন্টারভিউয়ে পুরুষদের ফর্মাল ট্রাউজারই সবচেয়ে ভালো। রঙের ক্ষেত্রে বেছে নিতে পারেন নেভি অথবা গাঢ় ধূসর রঙের অথবা কালো রঙের ট্রাউজার। সাথে পড়ুন ফুলহাতা শার্ট। সাদা অথবা যেকোনো হালকা কালারের শার্ট ইন্টারভিউয়ের দিন পরার জন্য একদম মানানসই। ট্রাউজার ও শার্ট একে অপরের রঙের সাথে যেন মানানসই হয়। কালারফুল মোজা ইন্টারভিউয়ের জন্য একেবারেই বেমানান। তাই বেছে নিতে পারেন কালো, ধূসর বা কোনো ডার্ক কালারের মোজা। সেই সঙ্গে অবশ্যই চামড়ার জুতো পরিধান করবেন। কালো রঙের বা ব্রাউন রঙের জুতোই বেস্ট।