Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কুকুরের মূখে মৃত সদ্যোজাতর পা, দেহ নিয়ে পাড়ায় ঘুরছে বিড়াল! ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠল সকলে

যদি হঠাৎ দেখেন একজন সদ্যজাত শিশুর পা কোনও কুকুরের মুখে? আর একটা বেড়াল সেইটা শিশুটির দেহ মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেবিড়াল!? হ্যাঁ এই ভয়ঙ্কর দৃশ্য আদতে সত্যিই হয়েছে। সেখানকার স্থানীয়রা এই ভয়ানক দৃশ্য দেখে সাথে সাথে থানায় ফোন করে পুলিশ কে খবর দেয়। পুলিশ তৎপরতার সাথে দেহে উদ্ধার করে নিয়ে যায়। এলাকায় অত্যন্ত উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়।

আলিপুরদুয়ারের (alipurduar) সারংপট্টি এলাকায় এমন নৃশংস্য ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা দেখতে পান বৃহস্পতিবার বিকেলে, একটি সদ্যোজাতের খুবলে নেওয়া পা এলাকার কুকুরের মুখে রয়েছে। রাস্তায় সদ্যজাত শিশুর দেহ পড়ে রয়েছে। আবার সারা পাড়ায় সেই দেহ টেনে নিয়ে ঘুরছে বিড়াল।

স্থানীয় যুবকরা সেটি উদ্ধার করে এই দৃশ্য দেখে। এরপর আলিপুরদুয়ার থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ঘটনাস্থলে। তারপর জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে। জানা গিয়েছে, ময়না তদন্ত করা হবে শুক্রবার। তারপর এই শিশুর ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানা যেতে পারে।

এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন যে , দুটি বেসরকারি নার্সিংহোম ওই এলাকা থেকে ১০০ মিটারের মধ্যেই রয়েছে। মনে করা হচ্ছে শিশুর দেহ টেনে নিয়ে এসেছে কুকুর বিড়াল সেই বেসরকারি নার্সিংহোম থেকেই। অথবা এই ঘটনায় খবর পেয়েই হাসপাতাল সংলগ্ন এলাকায় পুলিশ পৌঁছয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হাসপাতাল থেকে সত্‍কারের জন্য মৃত সদ্যজাতকে নিয়ে যাওয়া হচ্ছিল, হয়তো কোনওভাবে দেহটি পড়ে যায় সে সময়ে।

কিন্তু যতই হোক না কেন কুকুর বেড়াল কিভাবে একটা শিশুর দেহ মুখে করে নিয়ে আসতে পারে? নানারকম প্রশ্ন উঠছে নার্সিংহোমের নিরাপত্তা নিয়েও।

Related posts

বিয়ে, সন্তানের কথা লুকিয়ে সহবাস! গোপন মুহূর্তের ছবি ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ তরুণী

News Desk

যান্ত্রিক ত্রুটি, বিরূপ আবহাওয়া নাকি লুকিয়ে আছে কোনো অন্তর্ঘাত রহস্য? প্রশ্ন খুঁজছে দেশবাসী

News Desk

মেয়েদের ভালোবাসা প্রদর্শনে স্তনে থুথু থেকে মাথা ন্যাড়া! কোথায় আছে এমন অদ্ভুত নিয়ম জানেন

News Desk