করোনা থেকে মুক্তি পায়নি এই দেশ, দ্বিতীয় ঢেউয়ের থেকে রক্ষা পেলেও তৃতীয় ঢেউতথা ওমিক্রন থেকে বাঁচতে পারলো না ভারতবর্ষ। ওমিক্রন থাবা বসালো ভারতবর্ষে। এই ভ্যারিয়েন্টের সন্ধান কর্নাটকেই প্রথম যে চিকিৎসকের মধ্যে মিলেছিল। জানা গিয়েছে ফের তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে। ফের করোনা আক্রান্ত হয়েছেন তিনি প্রথম সংক্রমণ সেরে যাওয়ার ১৪ দিনের মাথায়। এমনই জানানো হয়েছে কর্নাটকের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
সূত্রের খবর যে তাঁর চিকিৎসা চলছিল যে হাসপাতালে তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন সেই হাসপাতালের চিকিৎসায়। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার। তিনি একেবারেই সুস্থ হয়ে উঠেছিলেন। তাঁর শরীরে কোনও রকম উপসর্গও ছিল না। তারপরেই চিকিৎসকরা চমকে উঠেছেন রিপোর্ট দেখে। তারপরেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রোগীকে ফের হাসপাতালে। অথচ করোনা পরীক্ষার রিপোর্ট কিন্তু নেগেটিভ এসেছে তাঁর সংস্পর্শে আসা তিনজনের। তবে এখনও পর্যন্ত জেনম সিকোয়েন্সের রিপোর্ট প্রকাশ্যে আসেনি।
তাই তাঁদের হাসপাতালেই রাখা হয়েছে জেনম সিকোয়েন্সের রিপোর্ট না আসা পর্যন্ত। কারণ রিপোর্ট নেগেটিভ এসেছে আরটি-পিসিআর টেস্টের। এদিকে ওমিক্রন আক্রান্ত ডাক্তারের ভাইরাল লোড অনেকটাই কমে গিয়েছে পরীক্ষায় দেখা গিয়েছে। গত ২২ নভেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। কর্নাটকে ফিরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর সরাসরি সংক্রমণে এসেছিলেন ১৩ জন এবং সেকেন্ডারি কনট্যাক্টে এসেছিলেন ২০৫ জন।