গত একমাস ধরে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল একটাই কথা। ভিকি ক্যাটের বিয়ে। অবশেষে এই গুঞ্জনের ইতি হল। আর গোপনে প্রেম নয়, সামাজিক ভাবে বিয়ে সেরে ফেললেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
রীতিমত ধুমধাম করে পাঞ্জাবি স্টাইলে হয়েছিল ভিকি ক্যাটের বিয়ে। বিয়ের দিন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল রাজস্থান এর দুর্গে রাজকীয় সাজেই উপস্থিত হয়েছিল সকল আমন্ত্রিতের সামনে। নতুন বন্ধনে আবদ্ধ হয়েই সকলের কাছে আশীর্বাদ চেয়ে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন দুজনে। ক্যাপশনে লিখলেন, ‘আমাদের মনে উপস্থিত একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার পরিণতি আজকের এই দিনে আমাদের এনে দাঁড় করিয়েছে। জীবনের নতুন যাত্রা শুরু, সকলের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।’
৫ বছরের ছোট ভিকি কৌশল কে বিয়ে করছেন সুপারস্টার হিরোইন ক্যাটরিনা। যদিও বলিউডে এমন ঘটনা প্রথম নয়। তবে ক্যাটরিনা কাইফ এর বলিউডের সফর টা একটু অন্যরকম। ১৮ বছর আগে ২০০৩ সালে অমিতাভ বচ্চনের সাথে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ। ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কাইফ ও অন্যান্য নানা বলিউড স্টারের মতো বলিউডে আসার আগে নিজের নাম পরিবর্তন করেছিলেন। কিন্তু অনেকেই জানেনা তার আসল নাম। ক্যাটরিনা কাইফের আসল নাম ক্যাটরিনা তুর্কোটে। ক্যাটরিনার নাম অদল বদল করার পেছনেও একটি কারণ রয়েছে, যা তিনি বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে বলিউডে আসার আগে নিজের নাম পরিবর্তন বিষয়ে ক্যাটরিনা কাইফ বলেছিলেন- ‘পাসপোর্ট অনুযায়ী আমার নাম ক্যাটরিনা তুরকোট। আমি আমার নাম এই জন্য চেঞ্জ করেছি যাতে যে কেউ সহজেই আমার নাম ধরে ডাকতে পারে। ভারতীয় দর্শকদের জন্য তুর্কোটে এই উপাধিটি বলা এবং মনে রাখা কঠিন হতে পারে। তাই পরিবর্তন করে কাইফ।
খুব কম লোকই জানেন যে ক্যাটরিনার মায়ের উপাধি তুর্কোটে। আর ক্যাটরিনা কাইফ ব্যবহার করতেন নিজের মায়ের পদবী। বলিউডে ডেবিউ করার আগে অভিনেত্রী তার নাম পরিবর্তন করার সময়, তার বাবার উপাধি কাইফ ব্যবহার করেছিলেন। রূপোলী পর্দা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্র কইফ। সালমান থেকে রণবীর , তার প্রেম ঘটিত চর্চা তো বটেই, এছাড়াও পরিবার নিয়েও তিনি বহুবার খবরে এসেছেন। তাঁর মা খ্রিষ্টান ধর্মের এবং তার বাবা মুসলিম। বাবার পদবী ব্যাবহার করলেও ক্যাটরিনা তাঁর এক সাক্ষাৎকারে জানান, তাঁর বড় হয়ে ওঠার পেছনে তাঁর বাবা কাশ্মিরী নাগরিক মহম্মদ কাইফের কোনও ভূমিকা নেই। তাঁকে এবং বাকি ভাই বোনদের বড় করেছেন ক্যাটরিনা মা সুজান টারকোট।