Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

চাকরি হয়নি! এই ব্যবসা করে উপার্জন করুন প্রচুর টাকা, সুনিশ্চিত করুন নিজের ভবিষ্যৎ

চাকরির বাজার চারদিকে ভীষণই খারাপ। সেই কারণেই চাইছেন ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে? কিন্তু আর্থিক ক্ষমতা নেই ব্যাবসায় মূলধন বিনিয়োগের। কোথা থেকে টাকা যোগাড় করবেন এই কথা ভেবে বার বার পিছিয়ে যাচ্ছেন? চিন্তা নেই আর, কম খরচে এক দুর্দান্ত ব্যবসার প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, যেখানে অল্প খরচে, মাস গেলে মোটা টাকা উপার্জন করতে পারবেন।

কোন ব্যাবসা জানতে চান? কাগজের কাপ তৈরীর (paper cup) ব্যবসা। যদি এই কাগজের কাপের ব্যবসায় আপনার আগ্রহ থাকে তাহলে কেন্দ্র সরকারও আপনাকে সহায়তা করবে। দেশে প্লাস্টিক দূষণ রোধ করতে প্লাস্টিক ব্যাবহারে নিষেধাজ্ঞা জারি করেছে হয়েছে। এই ব্যবসায় কেন্দ্রীয় সরকার তরফে আর্থিক সাহায্য ঘোষনা করা হয়েছে। বলা হচ্ছে মাত্র ২৫ শতাংশ ব্যাবসার মূলধন ব্যবসা যে শুরু করবে তাকে দিতে হবে, আর বাকি ৭৫ শতাংশ টাকার যোগান দেবে সরকার।

বর্তমান সময়ে এই রকম কাগজের কাপ যথেষ্ট চাহিদাও রয়েছে বাজারে। দিল্লী, হায়দরাবাদ, আগ্রা এবং আহমেদাবাদ ইত্যাদি স্থানে এই পেপার কাপ তৈরির মেশিন পাওয়া যাবে। এই কাগজের কাপ তৈরীর ব্যবসা শুরু করার জন্য আপনার ৫০০ বর্গফুট জায়গা লাগবে। সাথে প্রয়োজন যন্ত্রপাতি, প্রয়োজনীয় আসবাবপত্র, ডাই, ইলেকট্রিক , ইনস্টলেশন এবং প্রাক-অপারেটিভের জন্য খরচ পড়বে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা।

এই ব্যাবসা শুরু করতে শ্রমিকদের বেতন হিসেবে আপনার মাসে প্রাথমিক খরচ হবে প্রায় ৩৫০০০ টাকা। কাগজের কাপের কাঁচামালে ব্যয় করতে লাগবে ৩.৭৫ লক্ষ টাকা। অন্যান্য ক্ষেত্রে ব্যয় হবে ৬০০০ টাকা। সঙ্গে অন্য খরচ থাকছে ২০৫০০ টাকা। কিন্তু এই কাগজের কাপ তৈরীর মেশিনে মাত্র ৩০০ দিনে আপনি প্রস্তুত করে ফেলবেন প্রায় ২.২০ কোটি ইউনিট পেপার কাপ। এই পেপার কাপগুলি আপনি প্রতি কাপ ৩০ পয়সায় এই দরে বিক্রি করতে পারবেন।ফলে লাভের পরিমাণ টা সহজেই অনুমেয়। তাই ব্যাবসার মাধ্যমে ভাগ্য গড়তে চাইলে অবশ্যই এই ব্যাবসার কথা ভাবতে পারেন।

Related posts

পাশবিক! মাত্র ১ বছরের শিশুকন্যাকে ড্রেনে ফেলে দিল মা! বানিয়ে বললেন মিথ্যা গল্প, তারপর..

News Desk

রেডিও অনুষ্ঠানে বিস্ফোরক টিভি অভিনেত্রী, ৭০০ পুরুষের সাথে যৌনসম্পর্ক, কিন্তু লজ্জিত নই’

News Desk

ইনস্টাগ্রাম রিলস বানাতে গিয়ে পরিচয় ২ যুবকের সাথে! গৃহবধূর যে এমন সর্বনাশ ঘটবে বোঝেননি

News Desk