হাতে সময় আর মাত্র তিন দিন। এর মধ্যেই কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের বা ইপিএফ) ‘ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর’ (ইউএএন)-এর সঙ্গে বাধ্যতামূলক ভাবে আধার কার্ড যুক্ত করার যে সময়সীমা দেওয়া হয়েছিল তা শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পিএফ এর সাথে আধার সংযুক্ত না করলে পিএফের সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে কর্মচারীদের।
কর্মচারীদের আবেদনকে মান্যতা দিয়ে ইপিএফ-আধার সংযুক্তিকরণ এর সময়সীমা অনেকবার বাড়িয়েছিল কেন্দ্র। গত ১৫ তারিখ ইপিএফ-আধার সংযুক্তিকরণ এর যে সময়সীমা ধার্য করা ছিল তা ফের বাড়ানো হয়। কিন্তু পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হয়, ৩০ নভেম্বর পর্যন্ত এই লিংকের কাজ করার চূড়ান্ত সময় সীমা। অন্যথায় পরিষেবা নাও দেওয়া হতে পারে।
কর্মচারীদের প্রাপ্ত বেতন থেকে কিছুটা টাকা কেটে নিয়ে তার সমপরিমাণ টাকা দেয় নিয়োগকারী সংস্থা যা জমা হয় কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডে। কেন্দ্রের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আধার নম্বরের সাথে পিএফ অ্যাকাউন্ট যোগ না হলে এই টাকা কর্মচারীর নির্দিষ্ট খাতে জমা পড়বে না। মিলবে না ইপিএফের বাকি সমস্ত সুবিধাও। শুধু তাই নয়, আধার- পিএফ লিঙ্ক না করলে চাকরি থেকে অবসর গ্রহণের পরও পিএফের টাকা তুলতে হতে পারে সমস্যা।
প্রসঙ্গত কোড অফ সোশ্যাল সিকিউরিটি-২০২০-র ১৪২ ধারার সংশোধন করে ২০২১ সালের জুন মাসে কেন্দ্র নির্দেশ দিয়েছিল যে, পিএফের অধীনস্থ যে সকল কর্মচারী ৩১ অগস্টের মধ্যে তাঁদের ইউএএন-এর সঙ্গে আধার কার্ড নম্বর লিংক করবেন না, পিএফ খাতে তাঁদের বেতন থেকে কেটে নেওয়া অর্থ এবং নিয়োগকারী সংস্থার তরফে দেওয়া টাকা পিএফ দফতরের কর্মচারীর নির্দিষ্ট খাতে জমা পড়বে না। পিএফের সমস্ত পরিষেবা থেকেও বঞ্চিত হবেন তাঁরা। আর এই সময়ের মধ্যে চাকরি ছাড়লে বা অবসর নিলেও পিএফের টাকা তুলতে পারবেন না।
কেন্দ্রের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করে শিল্প সংস্থাগুলির সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজ’। তাদের দাবি ছিল, কেন্দ্রের জারি করা এই নিয়মে সমস্যায় পড়ছে বহু সংস্থা। সেই আবেদন এর পক্ষে সায় দিয়ে দিল্লি হাই কোর্ট পিএফের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল।
এছাড়া পরে উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত রাজ্যগুলির বাসিন্দা সব কর্মচারী এবং অন্য রাজ্যের নির্দিষ্ট কিছু শিল্পের (বিড়ি, পাট, নির্মাণ এবং চা, কফি, বাদাম, এলাচ ইত্যাদি) কর্মচারীদের ক্ষেত্রে পিএফের সঙ্গে আধার লিংকের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র।