শনিবার মানেই সকলের কাছে সপ্তাহান্তের একটা দিন। কিন্তু যারা জ্যোতিষ বা শাস্ত্রে বিশ্বাসী তারা অনেকেই এই দিনকে শনির দিন বলে বিশ্বাস করে। এই দিন এমন কিছু করণীয় যাতে শনিদেব তুষ্ট হন। আর এই দিনে কী কী করণীয় , সেই সম্পর্কে জানাচ্ছে শাস্ত্র। কারণ শনির প্রকোপ জীবনে আনতে পারে অমঙ্গল। তার রোষ যে জীবন উলোট পালাট করে দিতে পারে, তা শাস্ত্রে বিশ্বাসী সকলের বিশ্বাস। কিন্তু আপনি যদি কিছু বিষয় মেনে চলেন তাহলে জানবেন শনিদেব এর আশীর্বাদ আপনার উপর সব সময় থাকবে। তাই শনিবার করুন এই কয়েকটি কাজ আর মাথায় রাখুন এই কটি বিষয়…
১) শনিবার কালো কুকুর ভীষণ শুভ বলে গণ্য হয়। এই দিন কোনও কালো কুকুরকে আপনার বাড়ির চারপাশে ঘোরাফেরা করতে দেখেন, তাহলে খুশি হন। শনিদেবের সবচেয়ে প্রিয় পশু হল কালো কুকুর। তাই শনিবার সকালবেলা কালো কুকুর দেখা মানে শনি আপনার ওপর তুষ্ট। জীবনের অনেক সমস্যাই এবার মিটতে চলেছে।
২) শাস্ত্রীনুযায়ী, শনিবার একেবারেই মদ খাওয়া উচিত না । সুস্থ জীবনে অনেক ক্ষতি করে দেয় এই কাজ । অনেকেই যেহেতু সপ্তাহের এই বিশেষ দিনে নিরামিষ ভোজনে বিশ্বাসী, তাই শাস্ত্র মতে মদ্যপান বারণ করা হয় এমন দিনে। মদ্যপানকে দূরে রাখার কথা বলা হয় নিরামিষ ভোজনের সঙ্গে শাস্ত্র মতে।
৩) যদি আপনার বাড়ির দরজায় শনিবার সকালে কোনও ভিক্ষাজীবী আসেন, তা অত্যন্ত শুভ। খালি হাতে ফেরাবেন না শনিবার বাড়িতে আসা কোনও ভিক্ষুককে। জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে কোনও ভিক্ষুককে একটা সুতোও দিলে তা আপনার ভাগ্য ফেরাতে কাজ করতে পারে শনিবার।
৪) যারা ঝাড়পোঁছ করেন আপনার বাড়িতে, শনিবার কিছু একটু দেবেন সেই সকল সাফাইকর্মীদের। এতে প্রসন্ন হন শনিদেব। শনি পছন্দ করেন সমাজের এই সব মানুষদের। তাই শনি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবেন শনিবার এদের কিছু দান করলে। কোনও মহিলাকে শনিবার অপমান করা বা মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয়।
এই কয়েকটি কাজ প্রতি শনিবার অবশ্যই করুন। আপনার আর্থিক সৌভাগ্য এতে লাভ হবে, প্রচুর উন্নতি করতে পারবেন আপনার জীবনে।