Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আজ থেকে আগামী একমাস ধনু রাশিতে অধিষ্ঠান করবে সূর্য! ভুলেও করবেন না এই কাজগুলো

আজ থেকে শুরু হয়েছে ধনু সংক্রান্তি। এই দিন বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করে সূর্য। জ্যোতিষ শাস্ত্রমতে কোনো রাশিতে সূর্যের প্রবেশকে সংক্রান্তি হিসাবে অভিহিত করা হয়ে থাকে। একই ভাবে সূর্য ধনুরাশিতে প্রবেশ করলে তাকে বলা হয় ধনু সংক্রান্তি। রাশিচক্রের অন্যতম রাশি ধনু রাশি থেকেই ধনু সংক্রান্তি নামটির উত্‍পত্তি হয়েছে। আজ অর্থাৎ ১৬ ডিসেম্বর ভোর ৩টে ২৮ মিনিটে সূর্যের মিত্র রাশি ধনু রাশিতে প্রবেশ করেছেন সূর্য। অধিষ্ঠান করবে আগামী ১৪ জানুয়ারি দুপুর ২টো ২৯ মিনিট পর্যন্ত। অর্থাৎ আগামী প্রায় এক মাস ধনু রাশিতেই গোচর করবে সূর্য।

ধনু সংক্রান্তির দিনে হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাক্তিরা ভোরবেলা নদীতে স্নান করে সূর্যদেবের পূজা করেন। ধনু সংক্রান্তি দিন থেকেই হিন্দু বর্ষপঞ্জীর নবম মাসটি শুরু হয়। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে আজকের দিন থেকে ধনুর মাসের শুভারম্ভ হয়। ওডিশায় ধনু সংক্রান্তি বেশ সমারোহের সাথে পালিত হয়। জেনে নিন এই বিশেষ দিনটির তাত্‍পর্য।

ওডিশা রাজ্যে এই দিন জগন্নাথ দেবের বিশেষ ভাবে পুজো করা হয়। দেশের বাকি বহু জায়গায় ধনু সংক্রান্তিতে জগন্নাথ দেবের পুজো করা হয়ে থাকে। পাশাপাশি এইদিন সূর্য দেবের পুজোও করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ঘুম ভাঙ্গার পর ভোরবেলা নদীতে স্নান করে সকালের সূর্যের আরাধনা করার প্রথা আছে। ধনু সংক্রান্তিতে নদীতে স্নান করে সূর্যের পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। এদিন গরিবদের খাদ্য ও বস্ত্র দান করলে ভালো ফল মেলে।

ধনু রাশিতে সূর্যের গোচর প্রায় সব রাশির ওপরই কিছু না প্রভাব বিস্তার করবে। সূর্য ধনু রাশিতে গোচর করলে মলমাস শুরু হয়। আগামী এক মাস কিছু কাজ থেকে বিরত থাকা উচিত। আগামী ১৪ জানুয়ারি ধনু সংক্রান্তি শেষ হয়ে ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি শুরু হবে। মলমাসে কোনও শুভ কাজই করা যায় না। এই মাসে বৃহস্পতির প্রভাব সীমিত থাকায় যেকোনো ধরনের শুভ কর্মই বর্জিত। বিশেষ কিছু কাজ আছে যা মলমাসে ভুলেও করবেন না।

মলমাসে কী করবেন না?

১. এই মাসে নতুন জিনিসপত্র, বাড়ি, জমি, গাড়ি বা ইলেকট্রনিক্স উপকরণ কিনবেন না।

২. বাড়ি তৈরি সংক্রান্ত কোনো কাজ বা বাড়ী তৈরীর জিনিসপত্র কেনা উচিত নয়।

৩. এই মাসে বিবাহ, এনগেজমে্ট, গৃহপ্রবেশ বা কোনও ধর্মীয় শুভ কাজ অথবা মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন করার থেকে বিরত থাকুন।

Related posts

আইন ভাঙলেই রয়েছে কড়া শাস্তির দাওয়াই, করোনা কালে ভোটে জেলা প্রশাসনগুলিকে কি নির্দেশ কমিশনের?

News Desk

স্বামী ‘বাই সেক্সচুয়াল’! পুরুষসঙ্গীর সাথে একই বিছানায় স্ত্রীকে নিয়ে বাস! অভিযোগে চাঞ্চল্য ডায়মন্ড হারবারে

News Desk

ভাইয়ের বিয়ের খবর কানে আসা মাত্রই অদ্ভুত হুমকি দিলো বোন! করলো আজব দাবী

News Desk