সদ্যই ফুটফুটে এক পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahaan)। সমাজের দেওয়া কলঙ্ক, পুরুষতন্ত্রের সামাজিক বাঁধা সবকিছুকে উপেক্ষা করেই তিনি নিজের পরিচয়ে সন্তানের জন্ম দেওয়ার লড়াইটা চালিয়ে গেছেন তিনি। শেষমেষ মাতৃ পরিচয়েই জন্ম দিয়েছেন পুত্র সন্তান ঈশানের (Yishan)। আর ঈশানের বার্থ সার্টিফিকেটেও সন্তানের পিতার নাম রাখেনি শুধুমাত্র নিজের নামই রেখেছেন নুসরত। জানিয়েছেন নিজের পরিচয়েই ছেলেকে বড় করতে চান কলকাতার অভিনেত্রী এই সিঙ্গেল মাদার। অবশ্য এই নিয়ে কম কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয়নি তাকে। বহু মানুষই ছুঁড়ে দিয়েছেন নানা তির্যক মন্তব্য। আবার তাকে সমর্থন করে পাশেও দাড়িয়েছেন অনেকে।
এবার নুসরাতের সিঙ্গেল মাদার হওয়ায় সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললেন সাংসদ অভিনেতা দেব। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরতকে নিজের জীবন নিজের শর্তে বাঁচার বিষয়ে এক বার্তা দিলেন তিনি।
সাক্ষাৎকারে দেব বলেন, ‘ঈশান জন্মানোর পর নুসরতের সঙ্গে আমার কথা হয়েছে। মা হওয়া ওর ব্যক্তিগত বিষয়। নুসরত ভীষণ বুদ্ধিমতী, ও খুব ভালো বোঝে কোনটা ঠিক আর কোনটা ভুল।’
দেব এর সাথে আরও বলেন, ‘নুসরতের কাছে ঈশান এসেছে, এবার ওঁকে নিজের জীবনটা ওঁর নিজের শর্তে বাঁচতে দিন। যশই হোক অথবা অন্য কেউ। তাঁদের জীবনের বিষয়ে সিদ্ধান্ত তাদের নিজেদের মুখে জানানোর সময় ও সুযোগ দিন। আমাদের সকলেরই ব্যক্তিগত জীবন আছে। নুসরত সাংসদ অভিনেত্রী বলে কী ওঁর নিজস্ব ব্যক্তিগত জীবন থাকতে পারে না?’
সদ্য ঈশানকে কেন্দ্র করে প্রথমবারের জন্য নিজের বক্তব্য রেখেছেন অভিভাবক যশ দাশগুপ্ত। ‘চিনেবাদাম’-এর শ্যুটিং-এর ফাঁকে যশ জানিয়েছেন ছোট্ট একরত্তি কে কী নামে ডাকছেন তিনি। অভিনেতার জানান, আমি ঈশান নামেই ডাকছি। এই নামটা আমি আর নুসরত একসঙ্গে মিলে ঠিক করেছি। খুব ছোট্ট তো, আর ওর ডাকনাম রাখা হয়েছে অংশ।’
কদিন আগেই এক ইভেন্টে এসে ‘ঈশানের বাবা কে?’ এই প্রশ্নের উত্তরে নুসরাত জানিয়েছেন ‘এটা একটি অন্যরকম প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে কালিমা লেপে দেয়, বাবা নিজে জানেন বাবা কে, যশ আর আমার অভিভাবক ঈশানের হিসেবে দারুণ সময় কাটছে’। এখানেই না থেমে ঈশান কে নিয়ে নুসরত আরও জানান, ‘ছেলেকে নিয়ে ‘ভীষণ প্রোটেক্টিভ তার বাবা’। তিনি যবে চাইবেন, তবেই ছেলের মুখ সকলে দেখতে পাবে।’