Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পরকীয়ার কারণে যুবক আত্মঘাতী! অভিযোগে মহিলাকে খুঁটিতে বেধে মার! পরিণতি মর্মান্তিক

এক গৃহবধূ পরকীয়া সম্পর্কে জড়িয়ে ছিলেন বাড়ির পাশেই এক যুবকের সাথে। অভিযোগ উঠেছে যে এই পরকীয়া সম্পর্কের কারণেই এই ঘটনা। আর এরপরই ওই আত্মঘাতী যুবকের পরিবার যায় ওই গৃহবধূর শশুরবাড়ি। ওই বধূকে সেখানকার বারোয়ারি কালী মন্দিরের সামনে একটি ল্যাম্প পোস্টে বেঁধে পেটানো হয় বলেও অভিযোগ। মঙ্গলকোটের নারায়ণপুর গ্রামের ওই বধূ ওই ঘটনার সপ্তাহ পার হতেই আত্মঘাতী হলেন।

বীরভূমের নানুরের নবগ্রামের আত্মঘাতী ওই বছর ২৩এর গৃহবধূ নয়নমনি মাঝির বিয়ে হয় বর্ধমানের মঙ্গলকোটের নারায়ণপুরে। সেখানে সপ্তম মাঝি নামের এক স্থানীয় যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয় তাঁর বলে অভিযোগ। সপ্তম হুগলির হরিপালে কাজে গিয়েছিলেন দু’সপ্তাহ আগে। ৩০শে এপ্রিল সেখানেই গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করে ছিলেন তিনি। সপ্তমের পরিবারের অভিযোগ , নয়নমণি বারবার তাঁর কাছে টাকা চাইতেন সম্পর্ককে হাতিয়ার করে। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সপ্তম এভাবে ব্ল্যাকমেল করায়। তাঁকে নয়নমণি ফোন করে টাকা চেয়ে হুমকি দেয় হুগলিতে কাজে যাওয়ার পরও বলে পরিবারের দাবি। তারপরই সপ্তম আত্মঘাতী হন।

যদিও হরিপাল পুলিশ ওই ধরনের অভিযোগ সম্বলিত কোনও সুইসাইড নোট পায়নি। কিন্তু তাঁর পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে চড়াও হন নয়নমণির শ্বশুরবাড়িতে সপ্তমের মৃত্যুর খবর আসার পরই। অভিযোগ, গৃহবধূ ও তাঁর পরিবারের লোকেদের তুলে আনা হয়েছিল কাকভোরে ঘুমন্ত অবস্থায়। তারপর গৃহবধূকে কয়েক ঘণ্টা বেঁধে রাখা হয় গ্রামের কালীমন্দিরের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে। প্রচন্ড মারধরও করা হয়। নয়নমণি তাঁর স্বামীর সামনে অত্যাচারিত হন। বাঁচাতেও আসেননি গ্রামের কেউ । এমনকী নিগৃহীত হন পরিবারের অন্যরাও। অত্যাচারে ওই বধূ জ্ঞান হারান। মঙ্গলকোট থানার পুলিশ খবর পেয়ে এসে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে। ভরতিও করা হয় হাসপাতালে। পরে ওই গৃহবধূ সুস্থ হলে তাকে বোলপুর নিয়ে যান তাঁর বাপেরবাড়ির লোকজন। শুক্রবার তাঁর ঝুলন্ত দেহ মায়ের বাড়ি থেকেই উদ্ধার হয়। নারায়ণপুর গ্রামে এই খবর পৌঁছতে এলাকায় উত্তেজনা ছড়ায়। গৃহবধূর শ্বশুরবাড়ির লোকের অভিযোগ মিথ্যা অপবাদ দিয়ে স্ত্রীকে বিদ্যুতের খুঁটিতে প্রকাশ্যে বেঁধে মারধর করা হয়েছে। নয়নমণি আত্মঘাতী হয় সেই অপমানেই। মঙ্গলকোট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related posts

গয়না ও টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পলাতক স্ত্রী, স্বামী থানায় যেতেই ফোন করে যা বললেন বধূ

News Desk

বাইক চুরি যাওয়ার ৮ বছর পর এলো চালানের বার্তা! কে বাইক ব্যাবহার করছে জানতে পেরে হতবাক

News Desk

অনলাইনে বডি ফিট ড্রেস অর্ডার করলেন মহিলা! ডেলিভারিতে যা এলো দেখে চক্ষু চড়কগাছ

News Desk