দেশজুড়ে চলতি বছর ১০ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। গোটা দেশের মানুষ এই উৎসব পালন করবেন সিদ্ধিদাতা গণেশের কাছে সুখ-সমৃদ্ধি লাভের আশায়। আগে গণেশ চতুর্থী কেবল মহারাষ্ট্রেই বড় করে উদযাপিত হত। এখন গোটা দেশেই সেটা ছড়িয়ে পড়েছে। বাংলাতেও পাড়ায় পাড়ায় গণেশ পুজো শুরু হয়েছে। শাস্ত্র মতে, গণেশ দেবতার ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে প্রতি বছর পুজো হয়।
পুরাণ বলছে, এই সময়ে সিদ্ধিদাতা গণেশ জন্মেছিলেন। জন্মতিথি অনুযায়ী গণেশ চতুর্থী উৎসব পালিত হয়। হিন্দু ধর্মে সঙ্কটমোচক দেবতার আখ্যা দেওয়া হয়েছে গণেশকে। ভক্তদের বিশ্বাস, সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে গণপতির আরাধনায়। তাই যে কোনও পুজোর আগে হিন্দু ধর্মে গণেশের নাম উচ্চারণ করে পুজো হয়। শাস্ত্রমতে, সংসারে সুখ-সমৃদ্ধি আসে গণেশের পুজো করলে।
গণেশ চতুর্থীর শুভক্ষণ
চতুর্থী তিথির সূচনা- শুক্রবার ১০ সেপ্টেম্বর মধ্যরাত ১২টা ১৮ মিনিটে।
চতুর্থী তিথির সমাপ্তি- শুক্রবার ১০ সেপ্টেম্বর, রাত ৯টা ৫৭ মিনিটে।
পুজোর শুভক্ষণ- মধ্যাহ্ন কাল ১১টা ০৩ মিনিট থেকে ১টা ৩৩ মিনিট পর্যন্ত। মোট ২ ঘণ্টা ৩০ মিনিট।
কথিত আছে অন্তর থেকে কিছু চাইলে গণেশ পুজোর সময় সিদ্ধিদাতা গণেশ খালি হাতে কাউকে ফেরান না। আর এবার এই বিশেষ দিনে আরও এক বিশেষ যোগ রয়েছে। যেই সময়ের মধ্যে গণেশ পুজো করলে সৌভাগ্যের চাবিকাঠি মিলতে পারে। অমৃতযোগ 10 সেপ্টেম্বর সকাল 7 টা 37 মিনিটে থেকে 10:44 পর্যন্ত রয়েছে । মনস্কামনা পূর্ণ হয় এই সময়ের মধ্যে গণেশ পুজো করলে । এইদিন সিদ্ধিদাতা গণেশের পুজো ফল মিষ্টি সহযোগে নিয়ম মেনে নিষ্ঠা ভাবে করলে ফিরতে পারে ভাগ্য এমনটাই কথিত, তাই সময় থাকতে এই বিশেষ তিথিতে পুজোর পরিকল্পনা করে নিতে পারেন।