Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দুই মাসের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ থেকে মুক্তির দোরগোড়ায় ভারত!

ভারতবর্ষ সম্পূর্ণরূপে করোনার তৃতীয় ঢেউ থেকে মুক্তির দোরগোড়ায়। কিন্তু ভেবে দেখতে গেলে প্রায় মাত্র মাস দুয়েক আগেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। আর এখন সেই দৈনিক আক্রান্তের সংখ্যাই নেমে এসেছে প্রায় ৫ হাজারে। শুধুমাত্র দৈনিক সংক্রমনই নয়, কমেছে অ্যাক্টিভ কেস আর মৃত্যুহারও।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৬ জন গত ২৪ ঘণ্টায়। যেখানে গত শনিবার এই দৈনিক আক্রান্তর সংখ্যাটাই ছিল ৬হাজারের থেকে একটু কম। অ্যাক্টিভ কেসও কমছে আস্তে আস্তে। বর্তমানে দেশে ৫৯ হাজার ৪৪২ জন সক্রিয় করোনা রোগীর সংখ্যা। মাত্র ০.১৪ শতাংশে কমে দাঁড়িয়েছে অ্যাক্টিভ কেসের হার ।

এতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দুটি কারণে তা হল বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে। কিন্তু দেশের মৃত্যুহার নিয়ে চিন্তা এখনও রয়ে গেছে। ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন গত ২৪ ঘণ্টায় । যদিও তা অনেকটাই কম গতদিনের তুলনায়। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ১৫ হাজার ৩৬ জন কোভিডের বলি। দেশের সুস্থতার হার লাগাতার স্বস্তি দিচ্ছে। পরিসংখ্যান বলছে, দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৪৭৫ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৯ হাজার ৭৫৪ জন। ৯৮.৬৬ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে প্রায় ১৭৮ কোটি ৮৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা  এখনও পর্যন্তদেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার ২৬ লক্ষের বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন। সাথে টেস্টিও চলছে জোর কদমে। যেমন ৯ লক্ষ ৯ হাজার ৯০৮ জনের গতকাল নমুনা পরীক্ষা হয়েছে।

Related posts

সুস্থতার দিকে আরও খানিকটা এগিয়ে গেল ভারত, সংক্রমনের সাথে কমলো মৃত্যুহার

News Desk

ঘুরে বেড়াচ্ছে কালো রোমশ মাকড়সা, ট্যারেন্টুলা সন্দেহে তটস্থ হাওড়ার শ্যামপুরের বাসিন্দারা

News Desk

বিয়েতে এবারে উপহার দিন মহার্ঘ্য পেট্রল-ডিজেল! অভিনব ভাবনা ইন্ডিয়ান অয়েলের

News Desk