Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনা থেকে তাহলে মুক্তি মিলল ভারতের! দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫০০০ এর নীচে

লঘু হচ্ছে করোনা বিধিনিষেধ, স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। বেশিরভাগ রাজ্যেই স্কুল কলেজ খুলে গিয়েছে । নিশ্চিন্তের ব্যাপার হচ্ছে এতকিছুর পরও কিন্তু বাড়েনি এক্টিভ কেসের সংখ্যা। উল্টে যত দিন যাচ্ছে মনে হচ্ছে করোনা থেকে মুক্তি পাচ্ছে এই দেশ। যদিও অনেক বিশেষজ্ঞর মতে আগামী দিনে করোনার আরও ভয়ঙ্কর রূপ আসলেও, আপাতত করোনা থেকে মুক্তির পথে এগোচ্ছে যে ভারত, সেটা বলে দেওয়াই যায়।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন গত ২৪ ঘণ্টায়। যা সামান্য কম গতকালের তুলনায়। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে এই নিয়ে দেশের দৈনিক আক্রান্ত থাকছে ২০ হাজারের নিচে। এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট ১.২২ শতাংশ ভারতে। আগের দিনের থেকে এই পজিটিভিটি রেটও বেশ খানিকটা কম। সংক্রমণ গত কয়েক সপ্তাহে যেমন কমেছে তেমনই কমেছে দেশের মৃত্যুহার বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে। ভারতে ৩০২ জন একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন। দেশে কোভিডের বলি ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জন এখনও পর্যন্ত।

স্বস্তি দিয়ে অ্যাকটিভ কেস একলাফে অনেকটা কমেছে। বর্তমানে ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৯ দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। এর মধ্যে অ্যাকটিভ কেস কমেছে ১৬ হাজারের বেশি গত ২৪ ঘণ্টায়। করোনাজয়ীরা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে। এখনও পর্যন্ত ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৮৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৯৮.৪৬ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে প্রায় ১৭৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। এর মধ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩০ লক্ষের বেশি গত ২৪ ঘণ্টায়। টেস্টিংও টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে। গতকাল যেমন নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৫৫ হাজারের কাছাকাছি মানুষের।

Related posts

‘সাবধান! ঘরে দেশলাই জ্বালাবেন না’, ঘরকে গ্যাস চেম্বারে বানিয়ে পরিবার ঘটালো মর্মান্তিক ঘটনা

News Desk

আচমকাই আকাশ থেকে পৃথিবীর বুকে এসে পড়েছিল! রহস্যময় ধাতব বস্তু ঘিরে কৌতুহল চরমে

News Desk

শক্তি বাড়িয়ে ২৬ মে দুপুরেই আছড়ে পড়বে যশ, জেনে নিন কোথায় করবে ল্যান্ডফল

News Desk