Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

উদ্বেগ বাড়িয়ে বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ! হ্রাস পেল দৈনিক মৃত্যু

উদ্বেগ বাড়িয়ে দেশে গত ২৪ ঘন্টায় বাড়ল করোনা দৈনিক সংক্রমন। অবশ্য কিছুটা হ্রাস পেয়েছে একদিনে মৃত্যুর সংখ্যা। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় ভারতের করোনা সংক্রমণ বেড়েছে ৬.৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮ জন। এর মধ্যে কেরল রাজ্য থেকেই মৃতের সংখ্যা ৫০০। গতকাল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিল ১ হাজার ৭৩৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। গতকাল করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন।

মহামারীর শুরু থেকে দেশে এই যাবৎ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৮ লক্ষ ৩ হাজার ৩১৮ জন। এখনও অবধি দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৯৮৩ জনের। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১০.৯৯ শতাংশে।

অন্যদিকে, ভারতে করোনা ভাইরাস কে হারিয়ে সুস্থতার হারও উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৯ হাজার ১০৭ জন। এই যাবৎ দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৯৭ লক্ষ ৭০ হাজার ৪১৪-এ। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৫.১৪ শতাংশ।

এদিকে সূত্র অনুযায়ী জানা গেছে রাজ্যের করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই আছে। ১লা ফেব্রুয়ারির তুলনায় সামান্য বেড়েছে দেশের করোনা সংক্রমণ কিন্তু সেইভাবে চিন্তাজনক নয়। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৭২৩ জন। এর আগের দিন রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিল ২,০১৪ জন। বর্তমানে রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২১,৮৮০ জন।

Related posts

বেলঘরিয়ার সাদামাটা জীবন থেকে ২১ কোটির মালকিন? পার্থের সাথে আলাপ পাল্টে দিলো সবকিছু?

News Desk

২০২২ সালেই পৃথিবী থেকে বিদায় নিতে পারে করোনা ভাইরাস! তবে মানতে হবে একটি শর্ত

News Desk

এই ওষুধ খেলেই আর প্রতারণা করবে না পুরুষ সঙ্গী! কিভাবে? শুনলে হতবাক হতে বাধ্য

News Desk