দেশের করোনা গ্রাফ কখনও উর্দ্ধমুখী হচ্ছে তো কখনও নিম্নমুখী, এ নিয়ে আগেই ICMR জানিয়েছে যে করোনা সংক্রমন বাড়লেও চতুর্থ ঢেউ আসছে না। গত ২৪ ঘণ্টাতেই যেমন দেশে আক্রান্তের হার প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেল। অ্যাকটিভ কেস ২০ হাজারের গণ্ডি ছাড়াল। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, করোনা ভাইরাসের ভয়াবহতাকে কোভিডবিধি মানলে রুখে দেওয়া সম্ভব হবে।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট বলছে , দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন গত ২৪ ঘণ্টায়। যে সংখ্যা গতকাল ছিল অন্তত ৭ শতাংশ কম। শুধু দিল্লিতেই এর মধ্যে আক্রান্ত ১৬০০ পার। যদিও করোনা অনেকটাই নিয়ন্ত্রণে বাংলায়। একদিনে আক্রান্ত ৪৮ জন এ রাজ্যে। তবে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। অ্যাকটিভ কেস বেড়ে হল বর্তমানে ২০ হাজার ৩০৩। অ্য়াকটিভ কেসের হার গোটা দেশে আপাতত ০.০৫ শতাংশ।
বুলেটিন অনুযায়ী, দেশে করোনায় প্রাণ হারিয়েছেন শেষ ২৪ ঘন্টায় মোট ২২ জন। বাংলা গত কয়েকদিন ধরে করোনায় মৃত্যুহীন থাকলেও একজনের প্রাণহানি ঘটেছে গত ২৪ ঘণ্টায়। কোভিডে মোট মৃতের সংখ্যা দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৪ হাজার ২৪।
যদিও টেস্টিং এর পাশাপাশি টিকাকরন চলছে জোরদার। আর টেস্টিং যত বাড়বে ততই নিশ্চিত হওয়া যাবে সংক্রমনের সংখ্যা নিয়ে। টিকাকরণ একমাত্র হাতিয়ার করোনার বিরুদ্ধে যুদ্ধের। এমনটাই বিশেষজ্ঞ মহল থেকে দাবী করা হচ্ছে।
আর এর পাশাপাশি মনে রাখতে হবে করোনা সংক্রমণ ঠেকানোর আরেকটি উপায় হল করোনা বিধিনিষেধ মেনে চলা।
তাই সুস্থ থাকতে টিকাকরণ অতি অবশ্যিক এবং এর পাশাপাশি করোনা বিধি মেনে চলুন।