Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দীর্ঘ সময় পর রাশ পেল করোনা অ্যাক্টিভ কেস! চতুর্থ ঢেউ কি আসছে? জানালো আইসিএমআর 

দেশের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমনের নতুন ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে চিন্তা থাকলেও আইসিএমআর কিছুটা হলেও স্বস্তি দিল । আইসিএমআর এর বিশেষজ্ঞদের মতে , এই নতুন করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী সংখ্যা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তার পাশাপাশি করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা একেবারে উড়িয়ে দিলেন । তার মধ্যেই শেষ 24 ঘন্টায় করোনা সংক্রমনের সংখ্যা আরও নিশ্চিন্ত করল দেশবাসীকে । একদিকে যেমন সংক্রমনের সংখ্যা কমলো অন্যদিকে অ্যাক্টিভ কেসও কমলো ।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৫৬৮ জন গত ২৪ ঘণ্টায়। যে সংখ্যা গতকাল ৩ হাজারের বেশি ছিল। যার মধ্যে শুধু দিল্লিতেই হাজারের উপরে ।

দেশে গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে ১৯ হাজার ১৩৭টি অ্যাকটিভ কেস। গোটা দেশে আপাতত ০.০৪ শতাংশ অ্য়াকটিভ কেসের হার। রিপোর্ট থেকে জানা যাচ্ছে , দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা দেশে ৫ লক্ষ ২৩ হাজার ৮৮৯।

চতুর্থ ঢেউয়ের আগমন হরা সংখ্যা আর করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী পরিসংখ্যান নিয়ে উদ্বিগ্ন জনগণ একটু স্বস্তি পেল সুস্থতার হার দেখে । পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৪১ হাজার ৮৮৭ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২৯১১ জন। ৯৮.৭৪ শতাংশ সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে ১৮৯ কোটি ৪১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। পাশাপাশি চলছে টেস্টিংও। বিধিনিষেধ উঠে গেলেও মাস্ক-স্যানিটাইজার এর ব্যবহার করা উচিত, সামাজিক দূরত্ব মেনে চলার প্রয়োজন এখনও রয়েছে। করোনা থেকে বাঁচতে টিকাকরণের প্রয়োজন রয়েছে তাই টিকাকরণ করতে হবে।

Related posts

সংক্রমন কমায় রাজ্যে বিধি নিষেধে শিথিলতা, ঘোষনা মুখ্যমন্ত্রীর

News Desk

করোনার মধ্যে চোখ রাঙাচ্ছে জিকা ভাইরাস! কেরলের পরে মহারাষ্ট্রেও বাড়ছে আক্রান্ত!

News Desk

অর্থের বিষয়ে সমস্যা কাটিয়ে উঠতে শুক্রবার মেনে চলুন এই জ্যোতিষ টোটকা! ফল মিলবে হাতেনাতে

News Desk