করোনা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছেনা, কি কারণ এর? কারণ খুঁজতে মরিয়া বিশেষজ্ঞমহল। অনেকেই মনে করছেন যে এই ভাইরাস থেকে নিস্তার নেই, সঠিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজন রয়েছে, আবার অনেকে ভাবছেন টিকাকরণ একমাত্র উপায়, কিন্তু দেশের প্রতিটা মানুষকে বছর বছর টিকাকরণ করানো অসম্ভব ব্যাপার। তবুও দেশের বেশিরভাগ মানুষের টিকাকরণ হয়েছে। যেভাবে দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে করে চিন্তা যেন বেশ অনেকটাই বাড়ছে। সম্প্রতি দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই নিম্নমুখী ছিল , কিন্তু শেষ ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এক্টিভ কেসও তীব্র ভাবে বাড়ছে। উল্টে মহারাষ্ট্র এবং তামিলনাড়ুও চিন্তা বাড়াচ্ছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭১২ জন। যা গতদিনের তুলনায় অনেকটাই বেশি। বর্তমানে করোনার অ্যাকটিভ কেস দেশে ১৯ হাজার ৫০৯ জন। গতকালের তুলনায় যা অনেকটাই বেশি। এক্টিভ কেসের হার বেড়ে ০.০৫ শতাংশ হল। পরিসংখ্যান বলছে, একদিনে ৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা গতদিনের তুলনায় কিছুটা হলেও কম। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৪ হাজার ৬৪১ জন।
গতকাল সুস্থতার হারে কিছুটা নিশ্চিন্ত হলেও আজ কিন্তু যথেষ্ট চিন্তা করার কারণ তীরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দেশে ৪ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ৩৯৪ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে ২ হাজার ৫৮৪ জন করোনা থেকে সেরে উঠেছেন। ৯৮.৭৪ শতাংশ সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে ১৯৩ কোটি ৭০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ লক্ষের বেশি মানুষ গতকাল ভ্যাকসিন পেয়েছেন।
এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বৃদ্ধির মধ্যেই টিকাকরণ চলছে, পাশাপাশি চলছে বুস্টার ডোজ ও, টেস্টিং আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে।