Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দুদিন পর আবার বাড়লো সংক্রমণ, চিন্তায় চিকিৎসকমহল

দুদিন ধরে করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল । কিন্তু আবারও করোনার দৈনিক সংক্রমণ কুড়ি হাজার পার করল গত 24 ঘন্টায় । তার পাশাপাশি বাড়লে অ্যাক্টিভ কেস। তার সাথে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই সংক্রমণ আটকানোর চেষ্টা করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেকটি টিকা দাতা কে  চিঠি পাঠিয়ে ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২০,৫৫৭ জন। ৪ কোটি ৩৮ লক্ষ ৩ হাজার ৬১৯ জন দেশের মোট করোনা সংক্রমিত। ৪.১৩ শতাংশ দৈনিক পজিটিভিটি রেট। গত কয়েকদিনের মতো এদিনও সংক্রমণের পাশাপাশি লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২০০০ বেড়ে বর্তমানে ১ লক্ষ ৪৫ হাজার ৬৫৪ হয়েছে। গোটা দেশে ০.৩৩ শতাংশ অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে যে , একদিনে করোনায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৫ হাজার ৮২৫।

কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলিতে বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। যেমন মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টাতেই সংক্রমিত ২,২৭৯ জন। ৬ জন প্রাণ হারিয়েছেন। একদিনে করোনা আক্রান্ত বাংলাতেও ২,২০০-র বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে সংক্রমিত ২১৪২ জন। কোনও প্রাণহানি যদিও ঘটেনি।

দেশে ৪ কোটি ৩১ লক্ষ ৩২ হাজার ১৪০ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১৮,৫১৭ জন। ৯৮.৪৭ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ পরিমাণ ইতিমধ্যেই ২০০ কোটির গণ্ডি পেরিয়েছে। এই মাইলস্টোন ছুঁয়ে ফেলার জন্য প্রত্যেক টিকাদাতাকে সফল ভাবে চিঠি পাঠিয়ে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এদিকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে দেওয়া হচ্ছে বুস্টার ডোজও সংক্রমণ রুখতে। করোনা রোগী চিহ্নিত করতে টিকাকরণের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল ৪ লক্ষ ৯৮ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে দেশে।

Related posts

বরের হাতের মিষ্টি ছুড়ে মারলো ক্রুদ্ধ কনে, যেভাবে উত্তর দিল বর! ভিডিও ভাইরাল

News Desk

শরীরে দুটো মাথা, ৪টে হাত, ৪টে পা! উত্তরবঙ্গ মেডিক্যালে বিরল শিশুর জন্ম ঘিরে চাঞ্চল্য

News Desk

আমেরিকার জনপ্রিয় স্নাকস হটডগ! কেন এমন অদ্ভুত নাম এই খাবারের?

News Desk