বিশ্বের বেশ কিছু উন্নত দেশ যখন করোনার ত্রাসে কাঁপছে ঠিক সেই সময় ভারতের অবস্থা আগের তুলনায় অনেকটাই স্বস্তিজনক। তবে দেশের অবস্থা চিন্তা কমালেও, রাজ্যের অবস্থা চিন্তায় রাখছে। সম্প্রতি দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও রবিবার দিনও তা বদলায়নি। কিন্তু রাজ্যের কথা ভাবলে তখন কপালে ভাঁজ ফেলছে। শনিবার রাতের রিপোর্ট অনুযায়ী একদিনে বাংলায় করোনার কবলে পড়েছেন ৫৭ জন। যা গতদিনের তুলনায় বেশ খানিকটা বেশি। রাজ্যে ০.৬৯ শতাংশে পৌঁছেছে কোরোনার পজিটিভিটি রেট। যদিও মোট মৃত্যুর সংখ্যা শূন্য ছিল।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন গত ২৪ ঘণ্টায়। যা অনেকটাই কম আগের দিনের থেকে। বর্তমানে দেশে ১৭ হাজার ৬৯২ জন করোনার অ্যাকটিভ কেস। যা বেশ কিছুটা কম গতকালের তুলনায়। দেশে ০.০৪ শতাংশ হয়েছে অ্যাকটিভ কেসের হার কমে। রিপোর্ট বলছে, করোনায় প্রাণ হারিয়েছেন একদিনে ১৩ জন। গতদিনের তুলনায় যা একটু এদিক ওদিক হয়ে আছে। এখনও পর্যন্ত দেশে কোভিডে ৫ লক্ষ ২৪ হাজার ২১৪ জন মোট মৃতের সংখ্যা।
দেশে সুস্থতার হার যথেষ্ট স্বস্তিজনক। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭৯ হাজার ৬৯৩ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে ২ হাজার ৮৭৮ জন করোনা থেকে সেরে উঠেছেন। ৯৮.৭৪ শতাংশ সুস্থতার হার।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে ১৯১ কোটি ৩২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। গতকাল ভ্যাকসিন পেয়েছেন এর মধ্যে ১৪ লক্ষের বেশি। দেশে করোনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৫ হাজার ৬২৮ জন।