ICMR এর দেওয়া তথ্যই যেন সত্যি হতে চলেছে, চতুর্থ ঢেউয়ের ভয় কাটছে ধীরে ধীরে। সম্প্রতি যেভাবে দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বাকি রাজ্যে করোনার বাড় বাড়ন্ত শুরু হয়েছিল, তাতে করে চিন্তা শুরু হয়েছিল, যদিও এখন তা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুর সংখ্যা দেখলে দেখা যাবে যে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে দেশে মাত্র ৯ জনের। অ্যাকটিভ কেস ক্রমশ কমছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮৪১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে ১৮ হাজার ৬০৪ জন করোনার অ্যাকটিভ কেস। গতকালের থেকে যা সামান্য কম। দেশে ০.০৪ শতাংশ হয়েছে অ্যাকটিভ কেসের হার। পরিসংখ্যান বলছে , একদিনে করোনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। যা বেশ খানিকটা কম আগের দিনের থেকে। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ১৯০ জন।
করোনার মোট পরিসংখ্যান চিন্তায় রাখলেও দৈনিক সংক্রমণের তথ্য একটু হলেও শান্তি দিচ্ছে জনগন কে। রিপোর্ট অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ২৯৫ জন গত ২৪ ঘণ্টায়। ৯৮.৭৪ শতাংশ সুস্থতার হার।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দেশে ১৯০ কোটি ৯৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত (Corona Vaccine) দেওয়া হয়েছে। বুস্টার ডোজের নিয়মে আমূল পরিবর্তন আনা হয়েছে। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিং। করোনা বিধিনিষেধ জনগন সেভাবে না মানলেও একেবারেই সরিয়ে দেওয়া হয়নি।