Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দেশের করোনা সংক্রমণ একইভাবে উর্দ্ধমুখী হয়ে থাকলো রবিবারেও, বাড়ছে অ্যাকটিভ কেস

করোনার সংক্রমণ একইরকম রয়েছে। যত দিন বাড়ছে ততদিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। রিপোর্ট বলছে আজও করোনা সংক্রমণ ১৮০০০ হয়েই থাকলো। করোনা ভাইরাসের নতুন রূপ দাপট দেখানো শুরু করেছে। পাশাপাশি অ্যাকটিভ কেসও বৃদ্ধি।

বরিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৮,২৫৭ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। তবে শেষ কয়েকদিন ধরে যেভাবে অ্যাকটিভ কেস বাড়ছে। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৯০। অ্যাকটিভ কেসের হার বেড়ে ০.৩০ শতাংশ হল গোটা দেশে। চিন্তায় রাখছে কেরলের করোনা গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮।

বর্তমানে দিল্লির করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। একদিনে সেখানে আক্রান্ত ৫৪৪ জন। তবে এখনও উদ্বেগজনক কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলির করোনা গ্রাফ। মহারাষ্ট্রে যেমন একদিনে সংক্রমিত ২৭৬০ জন। প্রাণ হারিয়েছেন ৫ জন।

তবে এসবের মাঝে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৬৮ হাজার ৫৩৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪,৫৫৩ জন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ৭৬ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১০ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৩২ হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Related posts

কয়লাপাচার কাণ্ডে তৃণমূলের মন্ত্রীর মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা! মোতায়েন সিআরপিএফ

News Desk

কোভিডের ডেল্টা এবং ডেল্টা প্লাস স্ট্রেনের বিরুদ্ধে কোন টিকা সর্বাধিক কার্যকর?

News Desk

প্রাক্তন স্বামীকে মহিলার ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেওয়ার নির্দেশ! ক্রুদ্ধ মহিলা

News Desk