ওমিক্রনকে গুরত্ব কম দেওয়ার কোনো জায়গাই নেই। সংক্রমণ এড়াতে ভীষণভাবেই প্রয়োজনীয় দরকারি কোভিডবিধি মেনে চলা। কিন্তু নানা বিধি-নিষেধ আরোপ করে ও কিছুতেই ঠেকানো যাচ্ছে না ঊর্ধ্বমুখী করোনা সংক্রমনের গ্রাফ। গত ২৪ ঘণ্টাতে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা , সাথে সাথে এক ধাক্কায় বেড়ে গেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা পরিসংখ্যান রীতিমত ভয় ধরানোর মতন।
অবশ্য আড়াই লাখের সীমা পার করার পর একটু হলেও স্তিমিত হয়েছে সংক্রমনের গতি। কিন্তু দেশে আস্তে আস্তে বাড়ছেই করোনা গ্রাফ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার জন, যা গতকালের চেয়ে সামান্য বেশি। দেশে সংক্রমণের হার (Positivity Rate) ১৪.৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬.৬ শতাংশে।
এই নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৭ লক্ষ। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটাই বেড়েছে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০-তে। দেশের মোট করোনা সংক্রমিতের ৩.৮৫ শতাংশ এক্টিভ কেসের সংখ্যা।
এদিকে, করোনা আক্রান্তের সাথে সাথে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুহারও বেশ কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪০২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২-এ। গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা কে হারিয়ে সুস্থতার সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন। এই নিয়ে দেশে করোনা জয়ীর সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৯ লক্ষ ৪৭ হাজার ৩৯০ -এ দাঁড়াল।
করোনার পাশাপাশি ভারতে উর্ধ্বমুখী ওমিক্রন সংক্রমণও। এখনো অবধি দেশে খোঁজ মেলা ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১। দেশের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই এই ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।