করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট জটিল। অ্যাকটিভ কেসের সংখ্যা কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় আবারও ঊর্ধ্বমুখী সংক্রমন এবং মৃত্যুর হার। ২ লাখের গণ্ডি পার করলো দৈনিক সংক্রমন।
মঙ্গলবার ভারতে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৮ হাজার ৯২১ জন মানুষ। বুধবার আবারও অল্প হলেও বাড়লো সেই সংক্রমন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। আগের তুলনায় কমলেও গত ২ দিন ধরে আবারও সংক্রমনের সংখ্যা ২ লক্ষ পার করছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮৪৭ জন। এর আগের দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছিলেন ৪ হাজার ১৫৭ জন মানুষ। এর সাথে সাথে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষ্যের থেকে কিছুটা বেশি। আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা কিছুটা বেশি হওয়ায় কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় কোভিড থেকে মুক্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৩৫ জন। এই নিয়ে এই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জনে। এখনও অবধি করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৯৫১ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এই নিয়ে হলো ৩ লাখ ১৫ হাজার ২৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ১৯ হাজার ৯০৭। কিন্তু বুধবার মৃত্যুর সংখ্যায় সামান্য কিছুটা হ্রাস পেয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে ভ্যাকসিন পেয়ে গিয়েছেন ২০ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৮৭৪ জন। শুধু তাই নয়, কেন্দ্র লাগাতার দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাও বাড়াচ্ছে। দেশের বেশিরভাগ রাজ্যে লকডাউন, সামাজিক দুরত্ব বিধি, কড়া নজরদারি ইত্যাদি নানা বিষয়ে নজর দেওয়া হচ্ছে।