Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দেশে একলাফে অনেকটা কমল করোনা সংক্রমণ, সস্তি স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। তবে অনেকটা সস্তি দিচ্ছে লাগাতার নিন্মমুখী সংক্রমনের গ্রাফ। কড়া সামাজিক বিধিনিষেধ, আঞ্চলিক লকডাউন, সাধারণ মানুষের নিজে থেকেই সচেতন হওয়া এবং টিকাকরণ এবং কোভিড টেস্টিংয়ের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন চেষ্টার ফল মিলেছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় দুই লক্ষেরও নিচে নেমে এল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু তার থেকেও বড় সস্তির খবর সেই সঙ্গে কিছুটা হলেও কমছে মৃত্যুও। আর সুস্থতার সংখ্যাও ঊর্ধ্বমুখী। এই কারণে কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন মানুষ। তবে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষ্যের থেকে কিছুটা কম। করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পাওয়ায় কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন মানুষ। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোভিড থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৮৫০ জন। এই নিয়ে এই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে। এখনও অবধি করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৮৬১ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এই নিয়ে হলো ৩ লাখ ৭ হাজার ২৩১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২। বেশ কিছু দিন ধরে দৈনিক সুস্থতার সংখ্যা, দৈনিক আক্রান্তের সংখ্যা থেকে বেশি হওয়ায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা কিছুটা কমছে, কিন্তু সাথে সাথে গত বেশ কিছু দিন ধরেই দেখা যাচ্ছিল দৈনিক মৃতের সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যায় সামান্য কিছুটা হ্রাস পেল। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে ভ্যাকসিন পেয়ে গিয়েছেন ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জন। শুধু তাই নয়, কেন্দ্র লাগাতার দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাও বাড়াচ্ছে। দেশের বেশিরভাগ রাজ্যে লকডাউন ও ভ্যাকসিনেশন কর্মসূচি বেশ কিছুটা এগিয়ে যাওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা কমছে। তবে এর মধ্যে কিছুটা চিন্তায় রেখেছে বাড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস এর সংক্রমন। এর জন্যও মৃত্য ঘটছে বহু মানুষের। রাজ্যেও ধরা পড়েছে ব্ল্যাক ফাঙ্গাস।

Related posts

স্বামীর প্রতিমাসের ভরণপোষণ দিতে হবে স্ত্রীকে! বিশেষ রায় দিল বম্বে আদালত

News Desk

ঋণ পরিশোধের আগেই ঋণগ্রহীতার মৃত্যু হলে টাকা পরিশোধ করতে হবে কাকে? জানুন নিয়ম

News Desk

এক বছর বয়সী মেয়ের মুখে ই-সিগারেট তুলে দিল বাবা, পুরো ঘটনা ভিডিও করল মা!

News Desk